বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার
নয়ন-ভুলানো এলে
পাঠ ও পাঠভেদ:
আমার নয়ন-ভুলানো এলে,
আমি কী হেরিলাম হৃদয় মেলে॥
শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে॥
আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে॥
তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ,
ওইটুকু ওই মেঘাবরণ দু হাত দিয়ে ফেলো ঠেলে॥
বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি,
আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী।
কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে-
নয়ন-ভুলানো এলে॥
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 479।
[মূল
পাণ্ডুলিপির
৩০ পৃষ্ঠায়
গানটি যুক্ত করা হয়েছিল দ্বিতীয় দৃশ্যের শেষে। পুরো
গানটি পাণ্ডুলিপির শেষে উল্টো করে পুনরায় লেখা হয়েছে।
[পৃষ্ঠা
৩৪-৩৫ ]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি RBVBMS 479-এর ৩০ পৃষ্ঠায় গানটি লেখা হয়েছে দ্বিতীয় দৃশ্যের শেষে। ৩৪-৩৫ পৃষ্ঠায় গানটি পুনরায় লেখা হয়েছে। এখানে গানের শেষে তারিখ উল্লেখ আছে- '৭ই ভাদ্র/১৩১৫/শান্তিনিকেতন'। এই সময় সময় সময় সময় সময়ই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ৪ মাস।
[রবীন্দ্রনাথের ৪৭ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শারদোৎসব। দ্বিতীয় দৃশ্য। সকলের গান। আলেয়া-একতালা [নমুনা আস্থায়ী], [প্রথমাংশ শেষাংশ]
গান
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : শরৎ-৬) পর্যায়ের ১৪৬ সংখ্যক গান।
গীতাঞ্জলি
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩১৭
বিশ্বভারতী ১৩৩০
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)
শারদোৎসব, আলেয়া-একতালা (ভাদ্র ১৩১৫ বঙ্গাব্দ)। নাটিকার দ্বিতীয় দৃশ্যে ঠাকুরদাদার গান।
শেফালি, স্বরবিতান পঞ্চাশত্তম (ভাদ্র ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
সংগীত-গীতাঞ্জলী (১৩৩৪ বঙ্গাব্দ)। ভীমরাও শাস্ত্রী -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডের (চৈত্র ১৪১৩) ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৩-৪৫।
পত্রিকা:
সংগীত-প্রবেশিকা পত্রিকা, মিশ্র খট্-একতাল (কার্তিক ১৩১৬ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়। [সংগীত-প্রবেশিকা পত্রিকা (অগ্রহায়ণ ১৩১৬ বঙ্গাব্দ)]
ভীমরাও শাস্ত্রী [সংগীত-গীতাঞ্জলী (১৩৩৪ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম (৫০, শেফালি) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: ছায়ানট। অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৯।]
রাগ: ছায়ানট, কেদারা। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৬।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য