রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS 479

শারদোৎসবের প্রথম পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেনকে এই পাণ্ডুলিপিটি দান করেছিলেন। পরে তাঁর পুত্র ক্ষেমেন্দ্রমোহন সেন ওই পাণ্ডুলিপিটি পরে রবীন্দ্রভবনকে দান করেন। এই পাণ্ডুলিপির নম্বর Ms.479। এই পাণ্ডুলিপিতে গৃহীত গানগুলো ছিলো-
১. মেঘের কোলে রোদ হেসেছে [প্রথম দৃশ্য] [তথ্য] [নমুনা]
২. আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৩. আনন্দেরই সাগর হতে [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৪. তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৫.
রাজরাজেন্দ্র জয় [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৬.
নব কুন্দধবলদলসুশীতলা  [দ্বিতীয় দৃশ্য]  [তথ্য] [নমুনা]
. বেঁধেছি কাশের গুচ্ছ [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
৮.
অমল ধবল পালে লেগেছে [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৯. আমার নয়ন-ভুলানো এলে [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা ]