বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
      
      আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: 
বিচিত্র 
 পর্যায়ের 
	৪৯ সংখ্যক গান।
		
			 
      আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।
দাঁড় 
      ধ’রে আজ বোস্ রে সবাই,
      
      
      টান 
      রে সবাই টান॥
বোঝা 
      যত বোঝাই করি করব রে পার দুখের তরী,
ঢেউয়ের ’পরে ধরব পাড়ি— যায় যদি যাক প্রাণ॥
কে 
      ডাকে রে পিছন হতে, 
      কে 
      করে রে মানা,
ভয়ের 
      কথা কে বলে আজ— ভয় আছে সব জানা।
কোন্ 
      শাপে কোন্ গ্রহের দোষে   সুখের ডাঙায় থাকব বসে।
পালের 
      রাশি ধরব কষি, 
      চলব 
      গেয়ে গান॥
			
		
	RBVBMS 47
	9
	[নমুনা]
	RBVBMS 440
[নমুনা]
	
	পাঠভেদ:
	রচনাকাল: 
	
	
		গানটি রচনার 
		সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না ১৩১৫ বঙ্গাব্দ । 
		রবীন্দ্রনাথ ১৩১৫ বঙ্গাব্দে গানটি
রচনা করেছিলেন 
		শারদোৎসব নাটিকার জন্য। আর 
		
		শারদোৎসব 
			গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 
		১৩১৫  
বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই বিচারে ধারণা করা হয়, 
		গানটি এই বছরের ভাদ্র মাসের আগেই রচনা করেছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স 
		ছিল 
৪৭ বৎসর।
    [রবীন্দ্রনাথের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানে তালিকা]
		
	
	তথ্যানুসন্ধান
		- খ.প্রকাশ 
		ও গ্রন্থভুক্তি:
		
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- সুর ও তাল: 
		
 
			- 
			 রাগ:  
		পিলু। 
		তাল: 
		তেওরা।
		 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৭]
 
- 
			 রাগ: 
		সিন্ধু, বারোয়াঁ। তাল: তেওরা।  
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]