রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা
 


শারদোৎসব

শরৎঋতু উদ্‌যাপনের জন্য রবীন্দ্রনাথের রচিত একটি নাটিকা।

 

১৩১৫ বঙ্গাব্দের বর্ষার শেষে রবীন্দ্রনাথ শরৎকাল উদ্‌যাপনের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নেন। তিনি ক্ষিতিমোহন সেন এ প্রসঙ্গে লিখেছেন-

বর্ষা গেল, খুব ভালো করিয়া শারদোৎসব করিবার জন্য কবি উৎসুক হইলেন। আমাদিগকে বলিলেন, বেদ হইতে ভালো শারদশোভার বর্ণনা খুঁজিয়া বাহির করিতে। সংস্কৃত সাহিত্যের নানা স্থানে খোঁজ চলিল। কবি লাগিয়া গেলেন শরৎকালের উপযুক্ত সব গান রচনা করিতে। একে একে অনেকগুলি গান রচিত হইল। ক্রমে তাঁহার মনে হইল গানগুলিকে একটি নাট্যসূত্রে বাঁধিতে পারিলে ভালো হয়। তাহার পর তৈয়ারি হইয়া উঠিল শারদোৎসব নাটক।'

                [সূত্র: রবিজীবনী ষষ্ঠ খণ্ড, প্রশান্তকুমার পাল। আনন্দ পাবলিশার্স, ফাল্গুন ১৪১৪। পৃষ্ঠা ২৪]

ক্ষিতিমোহন সেনের এই লেখা থেকে মনে হয়, রবীন্দ্রনাথ প্রথমে শরৎকাল উদ্‌যাপনের জন্য কিছু কবিতা ও গান নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চেয়েছিলেন। এই উপলক্ষে তিনি গানও রচনা করেন। পরে গানগুলোকে নাটকের সুতোয় গেঁথে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেন। এই সূত্রে 'শারদোৎসব নাটিকা'টি রচিত হয়েছিল।

 

ক্ষিতিমোহন সেনের অপর একটি লেখা থেকে জানা যায় তিনি, রবীন্দ্রনাথ প্রায় আঠার ঘণ্টা একটানা লিখে নাটিকাটি শেষ করেছিলেন। রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি RBVBMS 479 থেকে জানা যায়. নাটিকার শেষ গান 'আমার নয়ন ভুলানো এলে' রচনা করেছিলেন ৭ই ভাদ্র। রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি RBVBMS 440-এ শারদোৎসবের একটি পরিমার্জিত রূপ পাওয়া যায়।

শারদোৎসবের প্রথম পাণ্ডুলিপি হলো RBVBMS 479। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেনকে এই পাণ্ডুলিপিটি দান করেছিলেন। পরে তাঁর পুত্র ক্ষেমেন্দ্রমোহন সেন ওই পাণ্ডুলিপিটি পরে রবীন্দ্রভবনকে দান করেন। এই পাণ্ডুলিপিতে নাটকের সাথে ব্যবহৃত গানগুলো ছিলো-

১. মেঘের কোলে রোদ হেসেছে [প্রথম দৃশ্য] [তথ্য] [নমুনা]
২. আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৩. আনন্দেরই সাগর হতে [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৪. তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৫.
রাজরাজেন্দ্র জয় [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]
৬.
নব কুন্দধবলদলসুশীতলা  [দ্বিতীয় দৃশ্য]  [তথ্য] [নমুনা]
. বেঁধেছি কাশের গুচ্ছ [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
৮.
অমল ধবল পালে লেগেছে [দ্বিতীয় দৃশ্য] [তথ্য] [নমুনা]

নাটকটি রচনার পরপরই মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছিলেন। নাটিকাটি প্রথম প্রকাশিত হয়- ২০ সেপ্টেম্বর ১৯০৮ খ্রিষ্টাব্দ [রবিবার, ৪ আশ্বিন, ১৩১৫ বঙ্গাব্দ]। গ্রন্থটির প্রচ্ছদ করেছিলেন যামিনীপ্রকাশ গঙ্গোপাধ্যায়। প্রথম প্রকাশে মুদ্রণসংখ্যা ছিল ১০০০। মূল্য রাখা হয়েছিল ১ টাকা।

 

শারদোৎসব প্রথম সংস্করণ-এর বিষয়সূচি:  [নমুনা]