বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
নব
কুন্দধবলদলসুশীতলা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
নব
কুন্দধবলদলসুশীতলা,
অতি
সুনির্মলা, সুখসমুজ্জ্বলা,
শুভ সুবর্ণ-আসনে অচঞ্চলা॥
স্মিত-উদয়ারুণ-কিরণ-বিলাসিনী,
পূর্ণসিতাংশুবিভাসবিকাশিনী,
নন্দনলক্ষ্মী সুমঙ্গলা॥
RBVBMS 479
[নমুনা]
RBVBMS 440
[নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: ১৩১৫ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৪৭ বৎসর বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শারদোৎসব।দ্বিতীয় দৃশ্য। সন্ন্যাসীর গান।
রামকেলী-কাওয়ালি। পৃষ্ঠা ৬৫]
[নমুনা]
-
গান
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। বিবিধ ৯০। মিশ্র
কানাড়া-ঝাঁপতাল।
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)। [বিশ্বভারতী, আশ্বিন
১৩৩৮। শারোৎসব (১৩১৫ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছে। পৃষ্ঠা:
২৬১।
[নমুনা]
-
অখণ্ড গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ :
শরৎ-৩০)
পর্যায়ের ১৭০ সংখ্যক গান।
-
শারদোৎসব
-
প্রথম সংস্করণ (আশ্বিন ১৩১৫ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য।
সন্যাসীর গান। রামকেলি-কাওয়ালি । পৃষ্ঠা:
১১৯
[নমুনা]
- [রবীন্দ্ররচনাবলী
সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৪১৩। বিশ্বভারতী, শ্রাবণ ১৩৯৩]
-
স্বরবিতান পঞ্চাশত্তম
(শেফালি) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) দশম গান। পৃষ্ঠা ৩৬-৩৭।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) দশম গান। পৃষ্ঠা ৩৬-৩৭।]
[নমুনা]
[
দিনেন্দ্রনাথ ঠাকুরের জীবনী
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
- গানটির রাগ ও তাল হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে রামকেলি ও কাওয়ালির নাম (রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৪১৩। বিশ্বভারতী, শ্রাবণ ১৩৯৩)।
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে কাওয়ালি তালে নিবদ্ধ।
-
রাগ: রামকেলী। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
- রাগ: ভৈরব। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]
-
গ্রহস্বর:
মা।
-
লয়: মধ্য।