বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজ ধানের
ক্ষেতে রৌদ্রছায়ায়
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : শরৎ-৩) পর্যায়ের ১৪৩ সংখ্যক গান।
আজ ধানের
ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা-
নীল আকাশে কে
ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই
লুকোচুরি খেলা।
আজ ভ্রমর ভোলে মধু খেত
― উড়ে বেড়ায় আলোয় মেতে,
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা
॥
ওরে, যাব না
আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে, আকাশ
ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক’রে॥
যেন
জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা
॥
RBVBMS 47
9
[নমুনা]
RBVBMS 440
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
গানটি রচনার
সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না ১৩১৫ বঙ্গাব্দ ।
রবীন্দ্রনাথ ১৩১৫ বঙ্গাব্দে গানটি
রচনা করেছিলেন
শারদোৎসব নাটিকার জন্য। আর
শারদোৎসব
গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল
১৩১৫
বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই বিচারে ধারণা করা হয়,
গানটি এই বছরের ভাদ্র মাসের আগেই রচনা করেছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল
৪৭ বৎসর
[রবীন্দ্রনাথের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানে তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
ঋতু-উৎসব[বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শারদোৎসব।দ্বিতীয় দৃশ্য। ঠাকুরদাদা ও বালকগণের গান। পৃষ্ঠা
৪৫-৪৬]
[নমুনা
প্রথমাংশ
দ্বিতীয়াংশ]
-
ঋণশোধ (আশ্বিন ১৩২৮ বঙ্গাব্দ)।
ঠাকুরদা(সন্ন্যাসী) ও বালকগণ। পৃষ্ঠা ২৮-২৯ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)। [বিশ্বভারতী, আশ্বিন
১৩৩৮। শারোৎসব (১৩১৫ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছে
।
পৃষ্ঠা: ২৫৯
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয়
সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
(উপ-বিভাগ :
শরৎ-৩) পর্যায়ের ১৪৩ সংখ্যক গান।
-
গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি
[ ইন্ডিয়ান পাবলিশিং হাউস (১৩১৭
বঙ্গাব্দ)] গান
সংখ্যা ৮। পৃষ্ঠা:
৯
নমুনা]
গীতিচর্চ্চা
[বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ]
গান সংখ্যা ১২৬। পৃষ্ঠা: ৯৩-৯৪
[নমুনা: প্রথমাংশ ,
শেষাংশ]
-
শারদোৎসব (ভাদ্র ১৩১৫ বঙ্গাব্দ)। বাউলের সুর (ভাদ্র ১৩১৫
বঙ্গাব্দ)। নাটকের দ্বিতীয় দৃশ্যে ঠাকুরদাদা ও বালকগণের গান।
পৃষ্ঠা: ১৬, ১৮, ১৯। [নমুনা:
স্থায়ী,
[অন্তরা]
[সঞ্চারী ও আভোগ]
-
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) খণ্ডের নবম গান। পৃষ্ঠা ৩২-৩৫। স্বরবিতান
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- দিনেন্দ্রনাথ
ঠাকুর।
-
ভীমরাও শাস্ত্রী
সুর ও তাল:
-
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০, শেফালি) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
- রাগ: বিভাস-বাউল।
তাল: কাহারবা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি
১৯১৩)]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।