বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
 পৌষ 
তোদের ডাক দিয়েছে
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ:
পৌষ তোদের ডাক 
দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়।
ডালা যে তার 
ভরেছে আজ পাকা ফসলে, মরি  হায়  হায় হায়॥
           
হাওয়ার নেশায় উঠল মেতে  দিগ্বধূরা ধানের ক্ষেতে-
রোদের সোনা 
ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায়  হায়  হায়॥
           
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
           
ঘরেতে আজ কে রবে গো, খোলো  খোলো দুয়ার খোলো।
ধরার খুশি ধরে 
না গো, ওই-যে উথলে,  মরি হায়  হায়  হায়॥
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
- পাঠভেদ: নাই 
- তথ্যানুসন্ধান 
		- 
		ক. রচনাকাল ও স্থান: 
		পৌষ ১৩২০ বঙ্গাব্দ।
 গানটি রবীন্দ্রনাথের ৫২ বৎসর ৮ মাস বয়সের রচনা।
- 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
		
			- 
			গীতবিতান-এর
প্রকৃতি 
			(উপ-বিভাগ : 
			শীত-৪)  পর্যায়ের ১৭৯ সংখ্যক গান।
			
- 
				প্রবাহিনী 
	 (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৫৪। পৃষ্ঠা: ১৫৯-১৬০। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- 
 রক্তকরবী, নন্দিনীর গান (১৩৩৩ 
বঙ্গাব্দ)। 
[রবীন্দ্র-রচনাবলী ১৫ খণ্ড 
(বিশ্বভারতী, বৈশাখ ১৩৯৪ বঙ্গাব্দ। পৃষ্ঠা-৩৫১)]।
- 
		গীতিবীথিকা 
		
      (বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ)।
- 
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, 
গীতমালিকা প্রথম খণ্ড)
খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) 
			২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৭-৭৯।
 
- পত্রিকা:
			- শান্তিনিকেতন পত্রিকা (পৌষ ১৩৩০ বঙ্গাব্দ)।
- প্রবাসী (আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ)।
 
 
- 
		
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
অনাদিকুমার 
			দস্তিদার। [স্বরবিতান ত্রিংশ 
(৩০, 
গীতমালিকা প্রথম খণ্ড)
খণ্ড
(চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ)]
- 
			
		
			সুর ও তাল: 
	
			
- 
			গ্রহস্বর : ধা্।
- 
			লয় : দ্রুত।