বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: জানি নাই গো সাধন তোমার বলে কারে।
পাঠ ও পাঠভেদ:

     জানি নাই গো সাধন তোমার বলে কারে

আমি   ধুলায় বসে খেলেছি এই

                    তোমার দ্বারে

অবোধ আমি ছিলেম বলে   যেমন খুশি এলেম চলে,

    ভয় করি নি তোমায় আমি অন্ধকারে

তোমার  জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,

    'পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে'

ফেরার পন্থা বন্ধ করে   আপনি বাঁধো বাহুর ডোরে,

     ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে

  • তথ্যানুসন্ধান
    • পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
       
  • ক. রচনাকাল ও স্থান:  RBVBMS 229 পাণ্ডুলিপিতে গানটি রচনার তারিখ উল্লেখ আছে- ' চৈত্র/১৩২০'। উল্লেখ্য, ১৩২০ বঙ্গাব্দের ১০-১১ ফাল্গুন-এ রবীন্দ্রনাথ পাবনাতে অনুষ্ঠিত উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করেন। অনুষ্ঠান শেষে ১৭ই ফাল্গুন তিনি শান্তিনিকেতনে আসেন। পাবনা-ভ্রমণ এবং নানাবিধ বিতর্কের ফলে ইনি অসুস্থ হয়ে পড়েন। এরই ভিতরে তাঁর গান রচনা অব্যাহত ছিল।  ১ চৈত্র থেকে ২৪ চৈত্র পর্যন্ত তিনি শান্তিনিকেতনে কাটান। এই সময় তিনি মোট ১৯টি গান রচনা করেন। এর ভিতরে তিনি ১ চৈত্র ১৩২০ বঙ্গাব্দ [সোমবার ১৬ মার্চ, ১৯১৩] এই গানটি রচনা করেন। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল ৫২ বৎসর ১১ মাস।
                              
    [রবীন্দ্রনাথের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
  • খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি

     

  • গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    • স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর [স্বরলিপিটি গীতলেখা প্রথম ভাগ থেকে স্বরবিতান-৩৯'এ গৃহীত হয়েছে।]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: পূজা (নিঃসংশয়)।
      • সুরাঙ্গ:  
        • বাউল
          • [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৫২]
          • [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:  ৯২]
        • রাগ:
          • [স্বরবিতান-৩৯-এ গানটির স্বরলিপিতে নির্দিষ্ট কোনো রাগের উল্লেখ নেই।]
                      
             
        • তাল:
          • দাদরা
            • [স্বরবিতান-৩৯-এ গানটির স্বরলিপিতে নির্দিষ্ট কোনো তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ। অর্থা তালটি 'দাদরা' তালে নিবদ্ধ।]
            • [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৫২]
            • [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯২।]
                  
                       [দাদরা তালে নিবদ্ধ গানের তালিকা]
      • গ্রহস্বর: সা।
      • লয়: মধ্য।