এই গ্রন্থের ফাল্গুন ১৪১০ মুদ্রণের ৭৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান
ঊনচত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় ফাল্গুন ১৩৬১ সালে। এই খণ্ডের সম্পাদনা করেন
অনাদিকুমার দস্তিদার।
এই গ্রন্থের
অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ
সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (ভাদ্র ১৩৮১) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি
সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৌষ ১৩৮৬
গ্রন্থের গানগুলির তালিকা নিচে তুলে ধরা হলো।
আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২]
[তথ্য]
[নমুনা]
আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫]
[তথ্য]
[নমুনা]
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে [পূজা-১৬৪]
[তথ্য]
[নমুনা]
আমার ভাঙা পথের রাঙা ধুলায় [পূজা-৫৭৩]
[তথ্য]
[নমুনা]
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব [পূজা-৫৪]
[তথ্য]
[নমুনা]
এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি [পূজা-৫৬২]
[তথ্য]
[নমুনা]
এখনো ঘোর ভাঙে না তোর যে [পূজা-২৬৮]
[তথ্য]
[নমুনা]
এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২]
[তথ্য]
[নমুনা]
এবার ভাসিয়ে দিতে হবে [প্রকৃতি-২৫৩]
[তথ্য]
[নমুনা]
ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০]
[তথ্য]
[নমুনা]
কোলাহল তো বারণ হল[পূজা-৩৬১]
[তথ্য]
[নমুনা]
গাব তোমার সুরে [পূজা-৯৭]
[তথ্য]
[নমুনা]
জানি নাই গো সাধন তোমার বলে কারে [পূজা-২৯১]
[তথ্য]
[নমুনা]
জীবন আমার চলছে যেমন [বিচিত্র-৪৩]
[তথ্য]
[নমুনা]
জীবন যখন ছিল ফুলের মতো [পূজা ২৫৮]
[তথ্য]
[নমুনা]
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে [প্রেম-৯৫]
[তথ্য]
[নমুনা]
তুমি জানো, ওগো অন্তর্যামী [পূজা ২৪৪]
[তথ্য]
[নমুনা]
তোমার কাছে শান্তি চাব না [পূজা-২১৯]
[তথ্য]
[নমুনা]
প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪]
[তথ্য]
[নমুনা]
বসন্তে আজ ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪]
[তথ্য]
[নমুনা]
বেসুর বাজে রে [পূজা-১৫৪]
[তথ্য]
[নমুনা]
ভোরের বেলায় কখন এসে[পূজা-২৬৭]
[তথ্য]
[নমুনা]
যদি জানতেম আমার কিসের ব্যথা [প্রেম-৪৬]
[তথ্য]
[নমুনা]
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে [পূজা-২২০]
[তথ্য]
[নমুনা]
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে [পূজা-৬৩]
[তথ্য]
[নমুনা]
সভায় তোমার থাকি সবার শাসনে [পূজা-৮৮]
[তথ্য]
[নমুনা]
হার-মানা হার পরাব তোমার গলে [পূজা-২৪৭]
[তথ্য]
[নমুনা]