শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা॥
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্ সকালে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
স্বরবিতান
পঞ্চদশ খন্ডের পাঠভেদ অংশে গানটির একটি পাঠভেদের উল্লেখ রয়েছে-
শীতের হাওয়ার লাগল নাচন
সব খোওয়াবার সময় আমার :
প্রবাসী, মাঘ ১৩২৮
সব
খোয়াবার সময় আমার :
নবগীতিকা
২ (১৩২৯)
: গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৪ কার্তিক ১৩২৮ বঙ্গাব্দ,শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের ৬০ বৎসর ৬ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
নটরাজ (ঋতুরঙ্গশালা),
নৃত্য, গান।
[রবীন্দ্র-রচনাবলী ১৮ খণ্ড (বিশ্বভারতী, বৈশাখ ১৩৯৪ বঙ্গাব্দ। পৃষ্ঠা-২৩০)]।
নবগীতিকা দ্বিতীয় খণ্ড (১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৫১। পৃষ্ঠা: ১৫৭-১৫৮। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ), ঋতুরঙ্গ।
বেতাল, গান (মাঘ ১৩২৯ বঙ্গাব্দ)।
Anthology of One Hundred Songs 1961.
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) দ্বিতীয় গান। পৃষ্ঠা ১১-১৩।
পত্রিকা:
প্রবাসী (মাঘ ১৩২৯ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) দ্বিতীয় গান। পৃষ্ঠা ১১-১৩।]
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত মূল স্বরলিপিতে কোন রাগ-তালের উল্লেখ নেই। এতে গানটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত মূল স্বরলিপির সুরভেদ/ছন্দোভেদ অংশে ১৩২৯ সংস্করণের দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত একটি সুরান্তর দেখানো হয়েছে।
রাগ : বেহাগ-খাম্বাজ-বাউল। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: কীর্তন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্গা।
লয়: মধ্য।