বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
ঘরে মুখ মলিন দেখে গলিস নে— ওরে ভাই,
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: স্বদেশ পর্যায়ের ৩১ সংখ্যক গান।
ঘরে মুখ
মলিন দেখে গলিস নে— ওরে ভাই,
বাইরে মুখ আঁধার দেখে টলিস নে— ওরে ভাই॥
যা তোমার আছে মনে সাধো তাই পরানপণে,
শুধু তাই দশজনারে বলিস নে— ওরে ভাই॥
একই পথ আছে ওরে, চলো সেই রাস্তা ধরে,
যে আসে তারাই পিছে চলিস নে— ওরে ভাই!
থাক্-না আপন কাজে, যা খুশি বলুক-না যে,
তা নিয়ে গায়ের জ্বালায় জ্বলিস নে— ওরে ভাই॥
MS.No.110 (i)
[নমুনা]
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১১ আশ্বিন (১৩১২বঙ্গাব্দ) এর কিছু পূর্বে গানটি রচিত হয়েছিল । তখন রবীন্দ্রনাথের বয়স ছিল- ৪৪ বৎসর ৫ মাস।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ], জাতীয় সঙ্গীত। পৃষ্ঠা: ১৮
৬
[নমুনা]
- গান
- গীতবিতান
- প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। স্বদেশ পর্যায়ের ৩১ সংখ্যক গান।
-
বাউল (মজুমদার লাইব্রেরি ১৩১২ বঙ্গাব্দ)। শিরোনাম: বাউল।
পৃষ্ঠা: ৩১-৩২। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি পাওয়া যায় নি।
-
সুর ও তাল:
- অঙ্গ: বাউল। স্বরলিপি নেই [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৯
-
অঙ্গ: বাউল ।
স্বরলিপি নেই
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
৮৮।]