বাউল
রবীন্দ্রনাথের বাউলাঙ্গের গানের সংকলন। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৪ আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ (শনিবার, ৩০ সেপ্টেম্বর ১৯০৫ খ্রিষ্টাব্দ)। এর গ্রন্থপরিচয় আখ্যানপত্রে উল্লেখ ছিল-
বাউল/শ্রীরবীন্দ্রবাথ ঠাকুর প্রণীত/কলিকাতা, ২০ কর্ণওয়ালিস স্ট্রীট, মজুমদার লাইব্রেরি হইতে/পি, রায় কর্ত্তৃক প্রকাশিত। মূল্য ৵ [নমুনা]
গ্রন্থের এর পরের পৃষ্ঠায় ছিল কলিকাতা,/২০ কর্ণওয়ালিস স্ট্রীট, "দিনময়ী প্রেসে"/শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত। [নমুনা]
পৃষ্ঠা সংখ্যা: ২+২+২+২৬। গানগুলোর পাঠ ছিল ৭-৩২ পৃষ্ঠায়। মুদ্রণ সংখ্যা ছিল ৫০০।
এই গ্রন্থে মোট ২০টি গান স্থান পেয়েছিল। গানগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো।

সূচি
 
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি [স্বদেশ-২১] [তথ্য] [নমুনা: ১৯, ২০, ২১]
আপনি অবশ হলি তবে বল দিবি তুই কারে [স্বদেশ-৮] [তথ্য] [নমুনা: [২৫, ২৬]
আমরা পথে পথে যাব সারে সারে [স্বদেশ-৩৪] [তথ্য] [নমুনা: , ]
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি [স্বদেশ-১] [তথ্য], [নমুনা: , ১০, ১১]
আমি ভয় করব না ভয় করব না [স্বদেশ-৭] [তথ্য] [নমুনা: ১৪, ১৫]
এবার তোর মরা গাঙে বান এসেছে [স্বদেশ-৫] [তথ্য] [নমুনা: ১৭]
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা [স্বদেশ-২] [তথ্য] [নমুনা: ১২, ১৩]
ওরে তোরা নেই বা কথা বলল [স্বদেশ-২৭] [তথ্য] [নমুনা: [২৩, ২৪]
ঘরে মুখ মলিন দেখে গলিস নে— ওরে ভাই [স্বদেশ-৩১] [তথ্য] [নমুনা: ৩১, ৩২]
ছি ছি চোখের জলে ভেজাস নে আর মাটি [স্বদেশ-৩০] [তথ্য] [নমুনা: ৩০, ৩১]
জোনাকি, কী সুখে ওই [বিচিত্র-৮৭] [তথ্য] [নমুনা: ২৬, ২৭]
তোর আপন জনে ছাড়বে তোরে [স্বদেশ-৪] [তথ্য] [নমুনা: ২৯, ৩০]
নিশিদিন ভরসা রাখিস [স্বদেশ-৬] [তথ্য] [নমুনা: ১৫, ১৬]
বুক বেঁধে তুই দাঁড়া দেখি [স্বদেশ-৩৩] [তথ্য] [নমুনা: ১৩, ১৪]
মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে [স্বদেশ-২৯ [তথ্য] [নমুনা: ২৭, ২৮]
যদি তোর ডাক শুনে কেউ না আসে [স্বদেশ-৩] [তথ্য] [নমুনা: ১৮, ১৯]
যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না [স্বদেশ-২৮] [তথ্য] [নমুনা: [২৪ ২৫]
যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা [স্বদেশ-২৫] [তথ্য] [নমুনা: ২২, ২৩]
যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু [স্বদেশ-২৬] [তথ্য] [নমুনা]: ২৩]
সার্থক জনম আমার জন্মেছি এই দেশ [স্বদেশ-২৪] [তথ্য] [নমুনা: , ]