বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
পাঠ ও পাঠভেদ:
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥
জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
পাণ্ডুলিপির পাঠ: MS.110। [ নমুনা]
পাঠভেদ:
পাঠান্তর আছে।
স্বরবিতান-৪৬ এর ৯৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ স্বরবিতানের মূল পাঠ অনুসারে নিচের
পাঠভেদ দেখানো হলো।
জন্মেছি
এই দেশে
: বাউল (সেপ্টেম্বর
১৯০৫)
:
সঙ্গীত-প্রকাশিকা ৮।
১৩১২
জন্মেছি
এ দেশে
:
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
ওই আলোতে নয়ন রেখে
: স্বরবিতান-৪৭
ঐ
আলোতে নয়ন রেখে : স্বরলিপি,
সঙ্গীত-প্রকাশিকা ৮।
১৩১২
ঐ আলোতেই নয়ন রেখে
: বাউল (সেপ্টেম্বর ১৯০৫)
:
কথার অংশ,
সঙ্গীত প্রকাশিকা ৮।
১৩১২
:
গীতবিতান
(আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
গীতবিতান
প্রথম খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। স্বদেশ পর্যায়ের ২৪ সংখ্যক গান।
রাগ : খাম্বাজ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
রাগ: খাম্বাজ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪১।
বিষয়াঙ্গ: স্বদেশ
সুরাঙ্গ: বাউলাঙ্গ।
গ্রহস্বর: সঋা।
লয়: দ্রুত।