বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
পাঠ ও পাঠভেদ:
   সার্থক   জনম আমার জন্মেছি এই দেশে ।
    সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥ 
জানি নে তোর ধনরতন   আছে কি না রানীর মতন,
শুধু   জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥ 
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
    কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো   প্রথম আমার চোখ জুড়ালো,
   ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে॥