বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: স্বদেশ ২৪
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
।
সার্থক জনম,
মা গো,
তোমায় ভালোবেসে॥
জানি নে
তোর ধনরতন আছে কি না রানীর মতন,
শুধু
জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥
কোন্
বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্
গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে
তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই
আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
MS.110।
[ নমুনা]
পাঠভেদ:
পাঠান্তর আছে।
স্বরবিতান-৪৬ এর ৯৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ স্বরবিতানের মূল পাঠ অনুসারে নিচের
পাঠভেদ দেখানো হলো।
জন্মেছি
এই দেশে
: বাউল (সেপ্টেম্বর
১৯০৫)
:
সঙ্গীত-প্রকাশিকা ৮।
১৩১২
জন্মেছি
এ দেশে
:
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
ওই আলোতে নয়ন রেখে
: স্বরবিতান-৪৭
ঐ
আলোতে নয়ন রেখে : স্বরলিপি,
সঙ্গীত-প্রকাশিকা ৮।
১৩১২
ঐ আলোতেই নয়ন রেখে
: বাউল (সেপ্টেম্বর ১৯০৫)
:
কথার অংশ,
সঙ্গীত প্রকাশিকা ৮।
১৩১২
:
গীতবিতান
(আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
২৬ ভাদ্র, ১৩১২ বঙ্গাব্দ। গিরিড।
গানটি রবীন্দ্রনাথের ৪৪ বৎসর ৩-৪ মাস বয়সের রচনা।
উল্লেখ্য, ১৯০৫ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর [শুক্রবার ১৬ ভাদ্র ১৩১২ বঙ্গাব্দ] তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের শীতকালীন রাজধানী সিমলা থেকে
বঙ্গভঙ্গের নির্দেশ জারি করা হয়। এই নির্দেশ বলা হয়- ১৯০৫ খ্রিষ্টাব্দের ১৬ই অক্টোবর (৩০ আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ)থেকে বঙ্গভঙ্গ কার্যকরী হবে। এই ঘোষণার
সাথে সাথে বঙ্গবাসী ক্ষিপ্ত হয়ে উঠে এবং বঙ্গভঙ্গ আইন বাতিলের জন্য প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। বিশেষ করে, তৎকালীন বঙ্গের রাজধানী
কলকাতায় বঙ্গভঙ্গ আইন বাতিলের জন্য আন্দোলন তীব্রতর হয়ে ওঠে।
২৬ ভাদ্র রবীন্দ্রনাথ গিরিডিতে ছিলেন। তিনি বঙ্গভঙ্গ আইন বাতিলের জন্য প্রতিবাদে ২৩টি স্বদেশী গান রচনা করেন। 'আমরা পথে পথে যাব সারে সারে' গানটি
ছিল উল্লিখিত গানগুলির একটি।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
পত্রিকা:
- সঙ্গীত প্রকাশিকা (অগ্রহায়ণ ১৩১২ বঙ্গাব্দ)।
ভৈরবী-একতালা।
ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি- সহ মুদ্রিত হয়েছিল।
- ভারততীর্থ (শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবী-কৃতস্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
- রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
- গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী
চৌধুরানী।
-
সুর ও তাল:
-
স্বরবিতান ষট্চত্বারিংশ
( ৪৬) খণ্ডে (মাঘ ১৪১৫)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল'
তালে নিবদ্ধ।
-
রাগ : খাম্বাজ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
-
রাগ: খাম্বাজ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪১।
-
বিষয়াঙ্গ:
স্বদেশ
সুরাঙ্গ:
বাউলাঙ্গ।
গ্রহস্বর:
সঋ।
লয়:
দ্রুত।