যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়—
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে—
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥
হরিনাম দিয়ে জগত্ মাতালে আমার একলা নিতাই
আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই
আমার নিতাই যদি, (ডাক্ রে নিতাই গৌর বলে)
যদি মনে করে, তবে গৌর দিলিই দিতে পারে
একলা নিতাই ( ও নিতাই)
আমার নিতাই নিত্ গৌর, (ডাক্ রে নিতাই গৌর বলে)
নিত্য কল্পতরু, ( ও নিতাই)
আমার নিতাই ( ও নিতাই)
আমার নিতাই নবরূপ, (ডাক্ রে নিতাই গৌর বলে)
নব রাসবিহারী, (ও নিতাই) ক্ষণেক পুরুষ, ক্ষণেক নারী
একলা নিতাই (ও নিতাই)।
শতগান
রবীন্দ্রসংগীত গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৯৮।