বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
পথিক মেঘের দল জোটে
পাঠ ও পাঠভেদ:
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন-
শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 464 [নমুনা]
পাঠভেদ: স্বরবিতান ৩১ [গীতমালিকা দ্বিতীয় খণ্ড, পৌষ ১৩১২ বঙ্গাব্দ]-এ গানটির পাঠভেদ দেখানো হয়েছে। এই পাঠভেদটি নিম্নরূপ—
(শোন্ শোন্রে) মনরে আমার : গীত-মালিকা
২ (পৌষ ১৩৩৬)
মনরে আমার :
গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৯২৩
খ্রিষ্টাব্দের ২৬ এপ্রিল, রবীন্দ্রনাথ শিলঙ্ যাত্রা করেন। দুই মাস শিলঙে কাটিয়ে
তিনি জুন মাসের মাঝামঝি সময়ে কলকাতায় ফিরে আসেন। জুলাই মাসের শুরুতে তিনি
শান্তিনিকেতন আসেন। শান্তিনিকেতন থেকে তিনি কলকাতায় আসেন আগষ্ট মাসের শেষের
দিকে। শান্তিনিকেতনে থাকাকালে তিনি মোট ১০টি গান রচনা করেন। গানগুলো
পাওয়া যায়,
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 464
-তে। এই গানটি রচিত হয়েছিল
২৪ আষাঢ় থেকে ২৬ শে আষাঢ়ের ভিতরে
গানগুলো শান্তিনিকেতনে রচিত হয়েছিল। স্বরবিতান ত্রিংশ খণ্ডে
গানটির তারিখ উল্লেখ আছে '২৫শে
আষাঢ়/১৩৩০
বঙ্গাব্দ'।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬২ বৎসর
৩ মাস ।
[রবীন্দ্রনাথের ৬২ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। শেষ বর্ষণ। নটরাজের গান। পৃষ্ঠা ১৪] [নমুনা]
গীতবিতান-এর প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৩২) পর্যায়ের ৫৭ সংখ্যক গান।
শেষ বর্ষণ [৩০ ভাদ্র ১৩৩২ বঙ্গাব্দ] অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত পুস্তিকায় মুদ্রিত গান।
শ্রাবণগাথা [১৩৪১ বঙ্গাব্দ]।
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৭১-৭৩।
পত্রিকা:
প্রবাসী (ভাদ্র ১৩৩০ বঙ্গাব্দ)।
সবুজপত্র (কার্তিক ১৩৩২ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ৩১ খণ্ড [গীতমালিকা দ্বিতীয় খণ্ড, পৌষ ১৩১২ বঙ্গাব্দ]-এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
গ্রহস্বর-মা। লয়-দ্রুত।