তোর শিকল আমায় বিকল করবে না।
তোর মারে মরম মরবে না ॥
তাঁর আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার মনের ভিতর রয়েছে এই যে,
তোদের ধরা আমায় ধরবে না ॥
যে পথ দিয়ে আমার চলাচল
তোর প্রহরী তার খোঁজ পাবে কি বল্।
আমি তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মোরে তোর দুয়ারে ঠেকাবে কি রে ?
তোর ডরে পরান ডরবে না ॥
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৯৮, উপ-বিভাগ: দুঃখ-৭।
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৬০-৬১। [নমুনা]
পত্রিকা:
প্রবাসী [বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ। মুক্তধারা। ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা: ২৪] [নমুনা]
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
১৩২৯ বঙ্গাব্দে প্রকাশিত
'মুক্তধারা' নাটকের সাথে মুদ্রিত হয়েছিল। এরপর
১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এরপর
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত
হয়েছিল (উপবিভাগ:
দুঃখ:
৭)।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ১৯৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের
পৌষ মাসে।
স্বরবিতান-৫২-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। স্বরবিতান-৫২-এ গৃহীত উক্ত গানটির স্বরলিপিটি ৩।৩ ছন্দে নিবদ্ধ। অর্থাৎ তালটি 'দাদরা’ হিসাবে বিবেচনা করা যেতে পারে।
অঙ্গ: বাউল। তাল-দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৫৭ ।
অঙ্গ: বাউল। তাল-দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা: ১০০
বাউলাঙ্গ
গ্রহস্বর-সা। লয়-মধ্য।