বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুঃখ যদি না পাবে তো
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে ?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে ॥
জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে ॥
এড়িয়ে তাঁরে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর।
মরতে মরতে মরণটারে শেষ ক'রে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে ॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২০৪, উপ-বিভাগ: দুঃখ-১৩।
গীতালি
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ। ৪৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪৭-৪৮।
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের ৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা ১১৩-১৪। [নমুনা
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুধীরচন্দ্র কর
[স্বরলিপিটি পাণ্ডুলিপি
থেকে
স্বরবিতান-৪২-এ গৃহীত হয়েছে]
সুর ও তাল:
স্বরবিতান-৪২-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
গ্রহস্বর-ধা। লয়-মধ্য।