বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:  আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
পাঠ ও পাঠভেদ:
		
			- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা (উপ-বিভাগ : বাউল-১৩) পর্যায়ের ৫৫৮ সংখ্যক গান। 
	
         
আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
     আমার এই মন 
গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ॥
        
তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে
              
পিছিয়ে আছি আমি আপন ভারে-
তোদের ওই 
হাসিখুশি দিবানিশি দেখে মন কেমন করে॥
		আমার এই বাঁধা টুটে নিয়ে যা লুটেপুটে-
পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে- 
		
		        যেমন ওই এক নিমেষে বন্যা এসে
       
		        ভাসিয়ে নে যায় পারাবারে ॥
		
				এত যে আনাগোনা কে আছে জানাশোনা
		        কে আছে নাম ধ'রে 
মোর ডাকতে পারে ?
যদি সে বারেক এসে  দাঁড়ায় হেসে
    
		    চিনতে 
পারি দেখে তারে ॥
	
	- 	পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই 
 
- তথ্যানুসন্ধান
		- 
ক. রচনাকাল ও স্থান:
		২৯ বৎসর বয়সের রচনা।
- 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
	- গ্রন্থ: 
	- 
			কাব্যগ্রন্থ 
		
- 
কাব্যগ্রন্থাবলী 
 [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ বিসর্জন। দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। জয়সিংহের গান। পৃষ্ঠা: ২৬১] [
নমুনা]
- 
				গান 
				
- গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রহ্মসমাজ যন্ত্র১৩০০ )। বিবিধ, কীর্তনের সুর। পৃষ্ঠা ৮৯।
- 
	গীতবিতান 
	- 
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
					[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, [বিসর্জন (১২৯৭ বঙ্গাব্দ) থেকে 
					গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৮৭] 
	[নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ 
			(বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা (উপ-বিভাগ : বাউল-১৩) পর্যায়ের ৫৫৮ সংখ্যক গান। 
 
- 
বিসর্জন
- 
		প্রথম সংস্করণ 
		[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। ১২৯৭ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য। জয়সিংহের গান। 
				কীর্তনের সুর। পৃষ্ঠা: ৮১]
	[নমুনা] 
					
				
- 
			দ্বিতীয় সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। 
				১৩০৬ বঙ্গাব্দ। দ্বিতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য। 
				জয়সিংহের গান। 	স্থায়ী অংশ। পৃষ্ঠা ৪২-৪৩] [নমুনা:
	
প্রথম নমুনাপংক্তি, 
	
			দ্বিতীয় পংক্তি]
- 
	রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড, (বিশ্বভারতী)।  পৃষ্ঠা ৩২৪।
 
- 
	
		রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১) কীর্তনের সুর। 
পৃষ্ঠা ৯৮৬
[নমুনা]
- 
স্বরবিতান অষ্টাবিংশ 
	(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)  খণ্ডের ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৬।
    [নমুনা]
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
		
			- 
			স্বরলিপিকার: 
			- শৈলজারঞ্জন মজুমদার। 
- এ.এ. বাকে
 
- সুর ও তাল:
			- কীর্তনের সুর। 
			তাল-দাদরা। স্বরবিতান-২৮। (গানটির সুর কীর্তনের মতো মনে হলে বাউল 
			গানের ঢং বিশেষভাবে ধরা পরে।)
- অঙ্গ: বাউল। 
			তাল: দাদরা। [ রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।   পৃষ্ঠা: ৩১]
- রাগ: বাউল। 
			তাল: দাদরা।  [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১
			, পৃষ্ঠা: ৫৯]
 
			 
- সুরাঙ্গ: 
		
			বাউলাঙ্গ।
-  গ্রহস্বর-পা।