বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে
গো ফুল ফুটবে

পাঠ ও পাঠভেদ:

         আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে

     আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে

         তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে,

              পিছিয়ে আছি আমি আপন ভারে-

তোদের ওই হাসিখুশি দিবানিশি দেখে মন কেমন করে

আমার এই বাঁধা টুটে নিয়ে যা লুটেপুটে-

পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে-

     যেমন ওই এক নিমেষে বন্যা এসে

        ভাসিয়ে ন যায় পারাবারে

 

এত যে আনাগোনা কে আছে জানাশোনা,

   কে আছে নাম ধ'রে মোর ডাকতে পারে ?

যদি সে বারেক এসে  দাঁড়ায় হেসে

    চিনতে পারি দেখে তারে