স্বরবিতান-২৮
এই গ্রন্থের আষাঢ় ১৪১৩
মুদ্রণের ৪৬ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান
অষ্টাবিংশ খণ্ড প্রকাশিত হয় ফাল্গুন ১৩৫৯ সালে। এই খণ্ডের সম্পাদনা করেন
ইন্দিরাদেবী চৌধুরানী।
এই গ্রন্থে ‘রাজা ও রানী’ নাটকের ৯টি, ‘বিসর্জন’ নাটকের ৬টি ও ‘ব্যঙ্গকৌতুক’ গ্রন্থের ২টি গানের স্বরলিপি প্রকাশিত। ‘আজ আসবে শ্যাম গোকুলে ফিরে’ ও ‘ঝর-ঝর রক্ত ঝরে’ গান দুইটি বর্তমানে প্রচলিত গ্রন্থে না থাকিলেও, যথাক্রমে ‘রাজা ও রানী’ (শ্রাবণ ১২৯৬) ও ‘বিসর্জন’ (১৩৩৩) নাটকের অন্তর্গত।
বর্তমান গ্রন্থের সতেরোটি গানের মধ্যে ১-৯ ও ১৭ –সংখ্যক গানগুলির স্বরলিপি করিয়াছেন ইন্দিরাদেবী চৌধুরানী। ১০ ও ১৬ –সংখ্যক গানের স্বরলিপি অনাদিকুমার দস্তিদার –কৃত। ১১-১৫ –সংখ্যক গানগুলির স্বরলিপিকার শ্রীশৈলজারঞ্জন মজুমদার; তন্মধ্যে ‘আমারে কে নিবি ভাই’ গানটির স্বরলিপি-প্রণয়নে কবিকণ্ঠের গ্রামোফোন রেকর্ডের সাহায্য লওয়া হইয়াছে।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
চৈত্র ১৩৮৪
সূচিপত্র
আজ আসবে শ্যাম গোকুলে [নাট্যগীতি-৪৭]
[তথ্য]
[নমুনা]
আমারে কে নিবি ভাই [পূজা-৫৫৮]
[তথ্য]
[নমুনা]
আমি একলা চলেছি এ ভবে [বিচিত্র-২১]
[তথ্য]
[নমুনা]
আমি নিশিদিন তোমায় ভালোবাসি [প্রেম-১৪৩]
[তথ্য]
[নমুনা]
উলঙ্গিনী নাচে রণরঙ্গে [নাট্যগীতি-৫০]
[তথ্য]
[নমুনা]
এবার, সখী, সোনার মৃগ [গান]
[তথ্য]
[নমুনা]
এরা পরকে আপন করে [প্রেম-৩৬৯]
[তথ্য]
[নমুনা]
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না [নাট্যগীতি-৪৬]
[তথ্য]
[নমুনা]
ওগো পুরবাসী [বিচিত্র-১৩২]
[তথ্য]
[নমুনা]
ঝর ঝর রক্ত ঝরে [নাট্যগীতি-৪৯]
[তথ্য]
[নমুনা]
থাকতে আর তো পারলি নে মা [নাট্যগীতি-৫১]
[তথ্য]
[নমুনা]
বঁধু, তোমায় করব রাজা তরুতলে [প্রেম-৩৬৮]
[তথ্য]
[নমুনা]
বাজিবে, সখী, বাঁশি বাজিবে [প্রেম-১১৫]
[তথ্য]
[নমুনা]
যদি আসে তবে কেন [প্রেম-৩৪২]
[তথ্য]
[নমুনা]
যদি জোটে রোজ [নাট্যগীতি-৬২]
[তথ্য]
[নমুনা]
যমের দুয়ার খোলা পেয়ে (এবার যমের দুয়ার) [বিচিত্র-১২২]
[তথ্য]
[নমুনা]
সখী, ওই বুঝি বাঁশি বাজে [প্রেম-১৪৪] [তথ্য]
[নমুনা]