বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এবার, সখী, সোনার মৃগ দেয়
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৪৮
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা।
আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা॥
ছুটেছিল পিয়াস-ভরে
মরীচিকাবারির তরে,
ধ'রে তারে কোমল করে কঠিন
ফাঁসি পরা॥
দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা।
দয়ার দোহাই মানবে না গো একটু পেলেই ছাড়া।
বাঁধন-কাটা বন্যটাকে মায়ার
ফাঁদে ফেলাও পাকে,
ভুলাও তাকে বাঁশির ডাকে,
বুদ্ধিবিচার-হরা॥
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩১০
বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৪২ বৎসর বয়সের রচনা।- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ),
বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১১৬-১১৭। [
১১৬,
১১৭]
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২১৫][নমুনা]
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩১৯)
পর্যায়ের
৩৪৮
সংখ্যক গান।
-
স্বরবিতান অষ্টাবিংশ (২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)
১৬
সংখ্যক গান। পৃষ্ঠা :
৪২-৪৪।
-
ব্যঙ্গকৌতুক, বশীকরণ
(১৯০৭
খ্রিষ্টাব্দ)।
- কাব্যগ্রন্থ ৮ম ভাগ
(১৩১০
বঙ্গাব্দ)।
- কাব্যগ্রন্থ ১০
।
- কাব্যগ্রন্থ ৬ (১৯১৫
খ্রিষ্টাব্দ)।
- কাব্যগ্রন্থ, বিবিধ
(১৯১৬ খ্রিষ্টাব্দ)।
- গান
১৯০৮,১৯০৯,১৯১৪,১৯১৬ খ্রিষ্টাব্দ এবং ১৩২৭ বঙ্গাব্দ।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
অনাদিকুমার দস্তিদার।
[
অনাদিকুমার দস্তিদার
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান অষ্টাবিংশ (২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে ভৈরবী ও দাদরা।
[ভৈরবী
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
-
রাগ: ভৈরবী।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ: ভৈরবী। তাল:
দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭০]
-
গ্রহস্বর:
র্সা।
-
লয়: মধ্য।