বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:উলঙ্গিনী নাচে রণরঙ্গে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
নাট্যগীতি পর্যায়ের ৫০ সংখ্যক গান।
উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে॥
দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্-বসনা,
জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা-
দেখে মরিবারে ধাইছে পতঙ্গে॥
কালো কেশ উড়িল আকাশে,
রবি সোম লুকালো তরাসে।
রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে-
ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
- সুর ও
তাল:
-
রাগ: ভৈরব।
তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা ।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
- রাগ: ভৈরব।
তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৬৫]