বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমি নিশিদিন তোমায় ভালোবাসি
পাঠ ও পাঠভেদ:

আমি    নিশিদিন তোমায় ভালোবাসি,

       তুমি    অবসরমত বাসিয়ো।

            আমি  নিশিদিন হেথায় বসে আছি,

তোমার যখন মনে পড়ে আসিয়ো

       আমি  সারানিশি তোমা-লাগিয়া

            রব  বিরহশয়নে জাগিয়া-

তুমি    নিমেষের তরে প্রভাতে

        এসে  মুখপানে চেয়ে হাসিয়ো

তুমি  চিরদিন মধুপবনে

    চির-বিকশিত বনভবনে

যেয়ো  মনোমত পথ ধরিয়া

    তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।

        যদি   তার মাঝে পড়ি আসিয়া

তবে    আমিও চলিব ভাসিয়া,

        যদি  দূরে পড়ি তাহে ক্ষতি কী-

        মোর স্মৃতি মন হতে নাশিয়ো