বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: থাকতে আর তো পারলি নে মা
পাঠ ও পাঠভেদ:
            থাকতে আর তো পারলি নে মা,      পারলি কই।
                        কোলের সন্তানেরে ছাড়লি কই ॥
দোষী আছি অনেক দোষে,     ছিলি বসে ক্ষণিক রোষে-
            মুখ তো ফিরালি শেষে।        
            অভয় চরণ কাড়লি কই॥