বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
থাকতে আর তো পারলি নে মা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
থাকতে আর তো পারলি নে মা, পারলি কই।
কোলের সন্তানেরে ছাড়লি কই॥
দোষী
আছি অনেক দোষে, ছিলি বসে ক্ষণিক রোষে-
মুখ তো ফিরালি শেষে। অভয় চরণ কাড়লি কই॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বিসর্জন।
তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য।
প্রজাগণের গান।
পৃষ্ঠা: ২৬৭] [নমুনা]
-
গান
ভৈরবী-একতালা। পৃষ্ঠা: ৯৫]
[নমুনা]
-
গীতবিতান
[নমুনা]