ওই আঁখি রে! রে! রে!
ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও-
কী আর রেখেছ বাকি রে॥
মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ-
কী সুখে পরান আর রাখি রে॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। রাজা ও রাণী তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। প্রথম সৈনিকের গান। খাম্বাজ- ঝাঁপতাল। পৃষ্ঠা: ২১৯] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, রাজা ও রাণী (১২৯৬ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৮২।] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৯ম গান।
স্বরবিতান অষ্টাবিংশ (২৮) খণ্ডের দ্বিতীয় (২ সংখ্যক) গান। পৃষ্ঠা ৭-৮
রাগ: খাম্বাজ। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪০]
রাগ: খাম্বাজ। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৩]