বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: 
		ওই আঁখি রে! রে! রে!
পাঠ ও পাঠভেদ:
	- 
	
	
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: 
			
         
ওই আঁখি রে! রে! রে!
ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও-
       
কী আর রেখেছ বাকি রে॥
মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ-
       কী সুখে পরান আর রাখি রে॥
	
 - 
 	পাণ্ডুলিপির পাঠ:
			
- 
 	পাঠভেদ: 
- 
 	তথ্যানুসন্ধান
	
        - 
			ক. রচনাকাল ও স্থান: 
গীতবিতানের নাট্যগীতি 
			পর্যায়ের ৪৬ সংখ্যক গান।
- 
			খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
		গ্রন্থ:
	- 
	কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 
	রাজা ও রাণী 
			তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। 
	প্রথম সৈনিকের গান। খাম্বাজ- ঝাঁপতাল। পৃষ্ঠা: ২১৯]
	[নমুনা]
- 
	গীতবিতান 
	- 
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
			[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], 
রাজা ও রাণী (১২৯৬ বঙ্গাব্দ) 
	থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৮২।] 
	[নমুনা] 
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)। প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৯ম গান।
		
 
- 
	
	রাজা ও রাণী
	- 
	প্রথম সংস্করণ
	
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য। প্রথম 
	সৈনিকের গান। খাম্বাজ- ঝাঁপতাল। পৃষ্ঠা: ৫৭]
	
	[নমুনা] 
	
- 
	
	দ্বিতীয় সংস্করণ 
	[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ।
	তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য। প্রথম সৈনিকের গান। খাম্বাজ- ঝাঁপতাল। পৃষ্ঠা:	৪০] 
	[নমুনা] 
	
 
- 
	স্বরবিতান অষ্টাবিংশ 
	(২৮) খণ্ডের দ্বিতীয় (২ সংখ্যক) গান। পৃষ্ঠা ৭-৮ 
	[নমুনা]
	
 
 
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	- স্বরলিপিকার: 
	
	
- 
	সুর ও তাল: 
- রাগ : খাম্বাজ।
 [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
	।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৩]
- রাগ:  
	খাম্বাজ  তাল: ঝাঁপতাল
	।[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪০]
- 
রাগ: 
	খাম্বাজ। তাল: 
	ঝাঁপতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
				প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই 
				২০০১। পৃষ্ঠা: ৭৩]