বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যদি আসে তবে কেন যেতে চায়
পাঠ ও পাঠভেদ:
যদি আসে তবে কেন যেতে চায়।
দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥
চেয়ে থাকে ফুল, হৃদয় আকুল―
বায়ু বলে এসে 'ভেসে যাই'।
ধরে রাখো, ধরে রাখো―
সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥
পথিকের বেশে সুখনিশি এসে
বলে হেসে হেসে 'মিশে যাই'।
জেগে থাকো, সখী, জেগে থাকো―
বরষের সাধ নিমেষে মিলায়॥

যদি আসে তবে কেন যেতে চায়
        জেগে থাকো, সখী, জেগে থাকো : স্বরলিপ : সাধনা, অগ্রহায়ণ ১৩০০
         জেগে থাকো, জেগে থাকো       :  কথার অংশ :  সাধনা, অগ্রহায়ণ ১৩০০  
                                                    গীতবিতান (আশ্বিন ১৩৩৮)