বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বঁধু, তোমায় করব রাজা তরুতলে
পাঠ ও পাঠভেদ:
বঁধু, তোমায় করব রাজা তরুতলে,
বনফুলের বিনোদমালা দেব গলে॥
সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে,
অভিষেক করব তোমায় আঁখিজলে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১২৯৬
বঙ্গাব্দে
এই গানটি রচিত হয়।
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের
২৮ বৎসর বয়সের রচনা।
[সূত্র:
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, [রাজা ও রাণী (১২৯৬ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৮৫] [নমুনা]