বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এরা পরকে আপন করে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৬৯
এরা পরকে আপন করে, আপনারে
পর―
বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর॥
ভালোবাসে সুখে দুখে, ব্যথা সহে হাসিমুখে,
মরণেরে করে চিরজীবননির্ভর॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯৬ বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৮ বৎসর বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। রাজা ও রাণী, তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। ইলার গান। পিলু বাঁরোয়া-আড়্খেমটা। পৃষ্ঠা: ২২০-২২১][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৪০) পর্যায়ের ৩৬৯ সংখ্যক গান।
-
রাজা ও রাণী
-
প্রথম সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। ইলার
গান। পিলু বাঁরোয়া-আড়্খেমটা। পৃষ্ঠা: ৬৪]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। ইলার গান।
পিলু বাঁরোয়া-আড়্খেমটা। পৃষ্ঠা: ৫০]
[নমুনা]
- [রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড, বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৬ বঙ্গাব্দ, পৃষ্ঠা ৩০৯]
-
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) ৪ সংখ্যক
গান। পৃষ্ঠা :
১২-১৩।
[নমুনা]
- পত্রিকা
- ভারতবর্ষ
(পৌষ ১৩৫৪ বঙ্গাব্দ)।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুর ও তাল:
-
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে পিলু বাঁরোয়া ও খেমটা।
- রাগ : পিলু
বাঁরোয়া। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- রাগ: পিলু বাঁরোয়া। অঙ্গ:
টপ্পা তাল: খেমটা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ:
পিলু। তাল: খেমটা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭১]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য
।