বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমি একলা চলেছি এ ভবে

পাঠ ও পাঠভেদ:

আমি    একলা চলেছি এ ভবে,

আমায়  পথের সন্ধান কে কবে।

             ভয় নেই, ভয় নেই—

             যাও আপন মনেই

যেমন  একলা মধুপ ধেয়ে যায়

কেবল ফুলের সৌরভে