বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি
একলা
চলেছি এ ভবে
পাঠ ও পাঠভেদ:
আমি একলা চলেছি এ ভবে,
আমায় পথের সন্ধান কে কবে।
ভয় নেই, ভয় নেই—
যাও আপন মনেই
যেমন একলা মধুপ ধেয়ে যায়
কেবল ফুলের সৌরভে॥
পাণ্ডুলিপি:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, বিসর্জন (১২৯৭ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৮৫-৮৬] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]