বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমি একলা
চলেছি এ ভবে পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
পাঠ: বিচিত্র পর্যায়ের ২১ সংখ্যক গান।
আমি
একলা
চলেছি এ ভবে,
আমায় পথের সন্ধান কে কবে।
ভয় নেই ভয় নেই—
যাও আপন মনেই
যেমন একলা
মধুপ ধেয়ে যায়
কেবল ফুলের সৌরভে॥
-
পাণ্ডুলিপি:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
-
গ্রন্থ:
-
বিসর্জন
-
প্রথম সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। ১২৯৭ বঙ্গাব্দ।
- প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য।
অপর্ণার গান। স্থায়ী অংশ। দেশ-একতালা। পৃষ্ঠা: ১৯।]
[নমুনা
]
- সম্পূর্ণ গান। দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। পৃষ্ঠা: ৩১-৩২] [নমুনা:
প্রথমাংশা,
শেষাংশ]
-
দ্বিতীয় সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। ১৩০৬ বঙ্গাব্দ।
প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য। অপর্ণার গান। পৃষ্ঠা: ১১]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী, দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী। বিসর্জন।
প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য। অপর্ণার গান।
পৃষ্ঠা: ২৯৬।
-
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)
খণ্ডের ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩৪-৩৫।
[নমুনা]
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
রাগ ও তাল:
-
রাগ : মিশ্র দেশ। তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩২]
- রাগ: দেশ। তাল: দাদরা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
৬০।]