বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এবার
যমের দুয়োর খোলা পেয়ে ছুটছে সব ছেলে মেয়ে।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: বিচিত্র
: ১২২
এবার
যমের দুয়োর খোলা পেয়ে ছুটছে সব ছেলে মেয়ে।
হরিবোল হরি
বোল হরিবোল।
রাজ্য জুড়ে মস্ত
খেলা,
মরণ-বাঁচন-অবহেলা—
ও ভাই,
সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
হরিবোল হরি
বোল হরিবোল॥
বেজেছে ঢোল,
বেজেছে ঢাক,
ঘরে ঘরে পড়েছে ডাক,
এমন
কাজকর্ম চুলোতে যাক— কেজো লোক সব আয় রে ধেয়ে।
হরিবোল হরি
বোল হরিবোল॥
রাজা প্রজা হবে
জড়ো থাকবে না আর ছোটো বড়ো—
একই
স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
হরিবোল হরি
বোল হরিবোল॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
এবার যমের দুয়োর খোলা পেয়ে
:
স্বরবিতান (ফাল্গুন ১৩৫৯)
যমের দুয়োর খোলা পেয়ে
:
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
গানটির সুনির্দিষ্টভাবে রচনার তারিখ
জানা যায় নি। গানটি প্রথম পাওয়া যায়
১২৯৬
বঙ্গাব্দের ২৫শে শ্রাবণে প্রকাশিত 'রাজা ও রাণী'
নাটকে। ধারণা করা হয়, এই নাটকের জন্যই রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৮ বৎসর।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
[নমুনা]
- অখণ্ড
সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০),
বিচিত্র-১২২।
-
তপতী
-
রাজা ও রাণীণ
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক দ্বিতীয় দৃশ্য। লোকগণের
গান। মিশ্র -একতালা। পৃষ্ঠা: ১০০]
[নমুনা]
রবীন্দ্র গ্রন্থাবলী হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)।
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) (বিশ্বভারতী,
আষাঢ় ১৪১৩)
খণ্ডের নবম গান, মিশ্র-দাদরা, পৃষ্ঠা ২৩-২৬।
[নমুনা]
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি:
-
স্বরলিপিকার:
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) (বিশ্বভারতী,
আষাঢ় ১৪১৩)
খণ্ডের ৪৭ সংখ্যক পৃষ্ঠায় স্বরলিপিকার হিসেবে
ইন্দিরাদেবী চৌধুরানীর নাম দেয়া
আছে। অপরদিকে একই স্বরবিতানের ৪৯
সংখ্যক পৃষ্ঠার
সুরভেদ/ছন্দোভেদ অংশে
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
স্বরলিপিটিরও সুরভেদ দেওয়া হয়েছে। সুতরাং এই গানটির মূল স্বরলিপিকার
সম্পর্কে কিছু জানা যায় না।
- সুর
ও তাল:
-
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) (বিশ্বভারতী,
আষাঢ় ১৪১৩)খণ্ডের
গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ
দেয়া আছে যথাক্রমে মিশ্র-দাদরা।
-
স্বরবিতান অষ্টাবিংশ
(২৮) (বিশ্বভারতী,
আষাঢ় ১৪১৩)
খণ্ডের সুরভেদ / ছন্দভেদ অংশে গানটির
তপতী (১৩৩৬ বঙ্গাব্দ)
গ্রন্থে মুদ্রিত দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটির সুরভেদ উল্লেখ করা
আছে।
-
রাগ : ঝিঁঝিট। তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা ৩৮।
- রাগ : উল্লেখ
নেই।
তাল:
দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১], পৃষ্ঠা ৭০।
-
বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
সা।
-
লয়: