তপতী
প্রথম সংস্করণ
বিশ্বভারতী। ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ
তপতী প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৩৬
বঙ্গাব্দের ভাদ্র মাসে। প্রকাশিত হয়েছিল 'বিশ্বভারতী গ্রন্থালয়, ২১০ নম্বর
কর্ঞওয়ালিস স্ট্রীট, কলিকাতা' থেকে। মুদ্রিত হয়েছিল শান্তিনিকেতন প্রেস থেকে।
এই সংস্করণের মুদ্রণ সংখ্যা ছিল ১১০০। মূল্য ছিল দেড় টাকা।
এই গ্রন্থে মোট ১০টি গান ব্যবহৃত হয়েছিল। গ্রন্থটির শেষে এ সকল গানে স্বরলিপিও ছাপা
হয়েছিল। এই গ্রন্থের গানগুলোর স্বরলিপিকারের নামোল্লেখ ছিল না। নিচে এই গ্রন্থে
গৃহীত ও গানের স্বরলিপির তালিকা দেওয়া হলো-
১. আলোক-চোরা লুকিয়ে এল [দ্বিতীয় দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
২. জাগ’ আলসশয়নবিলগ্ন [চতুর্থ
দৃশ্য।
বিপাশার
গান] [তথ্য]
[নমুনা]
৩. জাগো হে রুদ্র, জাগ [দ্বিতীয় দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা]
৪.
তোমার আসন শূন্য আজি [তৃতীয়
দৃশ্য।
বিপাশার
গান]
[তথ্য]
[নমুনা]
৫.
দিনের পরে দিন যে গেল [তৃতীয় দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
৬.
প্রলয় নাচন নাচলে যখন [দ্বিতীয় দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
৭.
বকুলগন্ধে বন্যা এল [দ্বিতীয় দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
৮ মন যে বলে চিনি চিনি [প্রথম দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ ,
শেষাংশ]
৯.
যমের দুয়ার খোলা পেয়ে (এবার যমের দুয়ার) [তৃতীয় দৃশ্য, সকলের গান]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
১০. শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে [চতুর্থ দৃশ্য, বিপাশার গান]
[তথ্য]
[নমুনা]