বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জাগ’
আলসশয়নবিলগ্ন।
পাঠ ও পাঠভেদ:
জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন॥
ধৌত করুণারুণবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন॥
জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’, পুণ্যবসন পর’ লজ্জিত নগ্ন॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ। ১৩৩৬ বঙ্গাব্দে প্রকাশিত 'তপতী' নাটক থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৭৬৫]
গীতবিতানের বিচিত্র পর্যায়ের ৩৮ সংখ্যক গান।
প্রথম সংস্করণ [বিশ্বভারতী। ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ। চতুর্থ দৃশ্য। বিপাশার গান। পৃষ্ঠা: ১৬০]
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম (৫৭) খণ্ডের নবম গান। পৃষ্ঠা : ৩০-৩১] [নমুনা]