বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
মন যে বলে চিনি
চিনি যে গন্ধ বয় এই সমীরে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
মন যে বলে চিনি
চিনি যে গন্ধ বয় এই সমীরে।
কে ওরে কয়
বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে॥
রক্তে রেখে গেছে
ভাষা,
স্বপ্নে ছিল
যাওয়া-আসা―
কোন্ যুগে কোন্
হাওয়ার পথে, কোন্ বনে, কোন্ সিন্ধুতীরে।
এই সুদূরে
পরবাসে
ওর বাঁশি আজ
প্রাণে আসে।
মোর পুরাতন
দিনের পাখি
ডাক শুনে তার
উঠল ডাকি,
চিত্ততলে জাগিয়ে
তোলে অশ্রুজলের ভৈরবীরে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: বিশ্বভারতীর রবীন্দ্র-ভবন
আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডুলিপিতে (গীতবিতান, প্রহাসিনী, স্ফুলিঙ্গ) এই গানটি
রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। এই পাণ্ডুলিপির এটি দ্বিতীয় গান। পাণ্ডুলিপিতে
গানটির স্থান ও সময়ের উল্লেখ আছে 'শান্তিনিকেতন, ১ শ্রাবণ ১৩৩৬। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৩ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
তপতী
-
প্রথম সংস্করণ
[বিশ্বভারতী।
ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ।
প্রথম
দৃশ্য।
বিপাশার
গান। পৃষ্ঠা: ৪৮-৪৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
[স্বরলিপি: গান ১০। পৃষ্ঠা ৪০-৪২] [নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী
একবিংশ খণ্ড (বিশ্বভারতী)।
পৃষ্ঠা ১৩৭।
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম
(৫৭) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) দ্বিতীয় গান। পৃষ্ঠা : ৮-৯।
[নমুনা]
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
তপতী
[প্রথম সংস্করণ
বিশ্বভারতী।
ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৪০-৪২]
[নমুনা]
- কার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[স্বরবিতান
৫৭ (তপতী)
খণ্ড
(চৈত্র ১৪১২ বঙ্গাব্দ)]
-
সুর ও তাল:
-
স্বরবিতান
৫৭ (তপতী)
খণ্ডে
(চৈত্র ১৪১২ বঙ্গাব্দ)
গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি
৪।৪ মাত্রা ছন্দে
কাহারবা
তালে নিবদ্ধ।
-
রাগ:
ইমন কল্যাণ (কেদারার ছোঁওয়া)। তাল: কাহারবা
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
-
রাগ:
ইমন, কেদারা।
তাল: কাহারবা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২৫।
- গ্রহস্বর- গা।
লয়- মধ্য।