বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ কর
পাঠ ও পাঠভেদ
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো—
ওই-যে
দেখি বসুন্ধরা কাঁপল থরোথরে॥
বাজল
তূর্য আকাশপথে— সূর্য আসেন অগ্নিরথে আকাশপথে,
এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়গ ধরো॥
ধর্ম
তোমার সহায়,
তোমার সহায় বিশ্ববাণী।
অমর
বীর্য সহায় তোমার,
সহায়
বজ্রপাণি।
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে—
চিত্তে অভয় বর্ম,
তোমার বক্ষে তাহাই পরো॥
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর
রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডলিপিতে (গীতবিতান, প্রহাসিনী,
স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। এই পাণ্ডুলিপির এটি নবম
গান। পাণ্ডুলিপিতে গানটির স্থান ও সময়ের উল্লেখ নেই।
পাণ্ডুলিপিতে
এর আগে লিখিত গান 'কোন্ পুরাতন প্রাণের
টানে'-এর সাথে গানটির রচনাকাল লেখা
আছে ১৩ই শ্রাবণ ১৩৬৬। এরপর এই গানটিসহ মোট ৭টি গানের সাথে কোনো তারিখের উল্লেখ নেই।
পনের পাতায় একটি গানের খসড়া আছে।
এর প্রথম পংক্তি 'প্রতীক্ষা মোর আঁধার ঘরে একলা আছে'। এর স্থান ও রচনাকাল উল্লেখ
আছে 'কলিকাতা, আশ্বিন ১৩৩৬'। পাণ্ডুলিপির এই ক্রমবিন্যাস অনুসারে অনুমান করা যায়,
এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ১৩ শ্রাবণ থেকে আশ্বিন মাসের কোনো একদিনে। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৪-৫ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার
- সুর ও তাল:
-
রাগ:
সাহানা। তাল:
দাদরা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
(প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৬]
- রাগ:
গৌড়মল্লার (জ্ঞ)। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৯।]