বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
প্রলয়নাচন
নাচলে যখন আপন ভুলে
পাঠ
ও পাঠভেদ:
প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে,
হে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে॥
জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায়,
সঙ্গীতে তার তরঙ্গদল উঠল দুলে॥
রবির আলো সাড়া দিল আকাশ-পারে,
শুনিয়ে দিল অভয়বাণী ঘর-ছাড়ারে।
আপন স্রোতে আপনি মাতে, সাথি হল আপন-সাথে,
সব-হারা সে সব পেল তার কূলে কুলে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর
রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডলিপিতে (গীতবিতান, প্রহাসিনী,
স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। এই পাণ্ডুলিপির এটি নবম
গান। পাণ্ডুলিপিতে গানটির স্থান ও সময়ের উল্লেখ নেই।
পাণ্ডুলিপিতে
এর আগে লিখিত গান 'কোন্ পুরাতন প্রাণের
টানে'-এর সাথে গানটির রচনাকাল লেখা
আছে ১৩ই শ্রাবণ ১৩৬৬। এরপর এই গানটিসহ মোট ৭টি গানের সাথে কোনো তারিখের উল্লেখ নেই।
পনের পাতায় একটি গানের খসড়া আছে।
এর প্রথম পংক্তি 'প্রতীক্ষা মোর আঁধার ঘরে একলা আছে'। এর স্থান ও রচনাকাল উল্লেখ
আছে 'কলিকাতা, আশ্বিন ১৩৩৬'। পাণ্ডুলিপির এই ক্রমবিন্যাস অনুসারে অনুমান করা যায়,
এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ১৩ শ্রাবণ থেকে আশ্বিন মাসের কোনো একদিনে। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৪-৫ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ। ১৩৩৬ বঙ্গাব্দে প্রকাশিত 'তপতী' নাটক থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৭৬৩-৭৬৪] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতানের বিচিত্র পর্যায়ের চতুর্থ গান।
প্রথম সংস্করণ [বিশ্বভারতী। ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ। দ্বিতীয় দৃশ্য। বিপাশার গান। পৃষ্ঠা: ১০৯-১১০] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
[রবীন্দ্ররচনাবলী, একবিংশ খণ্ড, পৃষ্ঠা- ১৫৭ (আষাঢ় ১৩৯৪ বঙ্গাব্দ)]
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম (৫৭) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) ষষ্ঠ গান। পৃষ্ঠা ১৯-২১। [নমুনা]