শুভ্র নব শঙ্খ
তব গগন ভরি বাজে,
ধ্বনিল শুভ
জাগরণগীত।
অরুণরুচি
আসনে চরণ তব রাজে,
মম হৃদয়কমল বিকশিত
॥
গ্রহণ কর’
তারে তিমিরপরপারে,
বিমলতর
পূণ্যকরপরশ-হরষিত॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনার সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় নাই। উল্লেখ্য, রবীন্দ্রনাথ তপতী নাটকটি
লিখেছিলেন ১৩৩৬ বঙ্গাব্দের ভাদ্র মাসে, শান্তিনিকেতনে। এই নাটকের জন্য তিনি
এই গানটি রচনা করেছিলেন। তাই এই গানটির রচনাকাল 'ভাদ্র
১৩৩৬ বঙ্গাব্দ'
ধরা যেতে পারে। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৮ বৎসর ৫ মাস।
[রবীন্দ্রনাথের ৬৮ বৎসর বয়স রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ। ১৩৩৬ বঙ্গাব্দে প্রকাশিত 'তপতী' নাটক থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৭৬৬] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ১, পৃষ্ঠা: ১১০] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পূজা ২৬৪, উপ-বিভাগ : জাগরণ-১, পৃষ্ঠা: । [নমুনা]
প্রথম সংস্করণ [বিশ্বভারতী। ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ। তৃতীয় দৃশ্য। বিপাশার গান। পৃষ্ঠা: ১৮৪] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একবিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১১৯।
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম (৫৭) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) ১০সংখ্যক গান। পৃষ্ঠা ৩২-৩৪। [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
প্রকাশের
কালানুক্রম: গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল- ১৩৩৬ বঙ্গাব্দের ভাদ্র মাসে,
তপতী
নাটকের
প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৩৯
বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান -এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ
তপতী নাটক থেকে অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল
গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের
প্রথম গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৬৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম (৫৭) খণ্ডে ( বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২ মাত্রা ছন্দে 'ঝম্পক' তালে নিবদ্ধ।
রাগ : আশাবরী। তাল : ঝম্পক। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: আশাবরী, ভৈরব, ভৈরবী। তাল: ঝম্পক। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।