প্রাচীন সঙ্গীতগ্রন্থে যাহা নটভৈরবী মেল নামে খ্যাত তাহাকেই আজকাল আশাবরী ঠাট বলা হইয়া থাকে। ইহার সুর:- ষড়্জ, তীব্র রেখাব, কোমল গান্ধার, শুদ্ধ মধ্যম, পঞ্চম, কোমল ধৈবত, কোমল নিখাদ। লোক-কান্ত আশাবরী রাগিণীর নামানুসারে ইহার নামকরণ করা হইয়াছে। প্রাচীন গ্রন্থে ইহার নাম 'ভৈরবী মেল' এই জন্য লিখিত আছে যে পূর্ব্বে ভৈরবীর রেখাব তীব্র ছিল এখন চলতি রীতি অনুসারে ভৈরবীর রেখাব কোমল। তাই ইহার বর্তমান নাম আশাবরী ঠাট রাখা হইয়াছে। ইহার অন্তর্গত রাগ রাগিণীতে আশাবরী অঙ্গপ্রধান।
আশাবরী ঠাটের আরোহণ-অবরোহণ: স র জ্ঞ ম প দ ণ র্স- র্স ণ দ প ম জ্ঞ র স
সূত্র :