গ্রাম: মধ্যমগ্রামএর ব্যবহার ছিল ধ্রুবা গানে। নাটকের তৃতীয় প্রেক্ষণে করুণ রসে এর প্রয়োগ ছিল। তাল হিসেবে ব্যবহৃত হত চচ্চৎপুট। এই গান এককল চিত্রামার্গে মাগধীগীতিতে, দ্বিকলে বার্তিক মার্গে সম্ভাবিতা গীতি এবং চতুষ্কলে দক্ষিণামার্গে পৃথুলা গীতিতে ব্যবহৃত হতো।
জাতি প্রকৃতি: শুদ্ধ
স্বরজাতি:
- সম্পূর্ণ: সকল স্বর ব্যবহৃত হবে। তবে ঋষভ ও ধৈবতের অল্পত্ব হবে। ম ধ রগ সুরশৈলী হিসেবে ব্যবহৃত হয়।
- ষাড়ব: ঋষভ বর্জিত হবে।
- ঔড়ব: ঋষভ ও ধৈবত বর্জিত হবে। ম গ ম সুরশৈলী ব্যবহৃত হয়।
অংশস্বর: গান্ধার, ষড়্জ, মধ্যম, পঞ্চম এবং নিষাদ
গ্রহস্বর: গান্ধার, ষড়্জ, মধ্যম, পঞ্চম এবং নিষাদ
ন্যাস স্বর: গান্ধার
অপন্যাস: ষড়্জ এবং পঞ্চম
রস: অংশস্বর গান্ধার ও নিষাদ হলে করুণ হয়। মধ্যম ও পঞ্চম বহুল হলে শৃঙ্গার ও হাস্য হয়।
এই জাতির সাথে অন্য জাতির মিশ্রণে সৃষ্ট বিকৃত জাতিসমূহ।