গান্ধারী গ্রামরাগ ভিত্তিক জাতিগানের পরিচয়:
গ্রাম: মধ্যমগ্রামএর ব্যবহার ছিল ধ্রুবা গানে। নাটকের তৃতীয় প্রেক্ষণে করুণ রসে এর প্রয়োগ ছিল। তাল হিসেবে ব্যবহৃত হত চচ্চৎপুট। এই গান এককল চিত্রামার্গে মাগধীগীতিতে, দ্বিকলে বার্তিক মার্গে সম্ভাবিতা গীতি এবং চতুষ্কলে দক্ষিণামার্গে পৃথুলা গীতিতে ব্যবহৃত হতো।
জাতি প্রকৃতি: শুদ্ধ
স্বরজাতি:
- সম্পূর্ণ: সকল স্বর ব্যবহৃত হবে। তবে ঋষভ ও ধৈবতের অল্পত্ব হবে। ম ধ রগ সুরশৈলী হিসেবে ব্যবহৃত হয়।
- ষাড়ব: ঋষভ বর্জিত হবে।
- ঔড়ব: ঋষভ ও ধৈবত বর্জিত হবে। ম গ ম সুরশৈলী ব্যবহৃত হয়।খ
অংশস্বর: গান্ধার, ষড়্জ, মধ্যম, পঞ্চম এবং নিষাদ
গ্রহস্বর: গান্ধার, ষড়্জ, মধ্যম, পঞ্চম এবং নিষাদ
ন্যাস স্বর: গান্ধার
অপন্যাস: ষড়্জ এবং পঞ্চম
রস: অংশস্বর গান্ধার ও নিষাদ হলে করুণ হয়। মধ্যম ও পঞ্চম বহুল হলে শৃঙ্গার ও হাস্য হয়।

এই জাতির সাথে অন্য জাতির মিশ্রণে সৃষ্ট বিকৃত জাতিসমূহ।
খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল এই রাগকে ভিন্নষড়্জ গ্রামরাগের মূল ভাষারাগ এবং মালবপঞ্চম গ্রামরাগের অন্তর্গত বিভাষা রাগ হিসেবে উল্লেখ করেছিলেন। নাটকের নীচজাতীয় ব্যক্তিরা এই গান পরিবেশন করতেন । এই রাগে মধ্যমের প্রাধান্য ছিল। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২৪৮ শার্দুলের উদ্ধৃতিতে এই রাগের পরিচয় দেওয়া হয়েছে।
গ্রামরাগ: ভিন্নষড়্জবৃহদ্দেশীতে বর্ণিত আক্ষিপ্তিকা নিচে তুলে ধরা হলো।
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: ষাড়ব - ষাড়ব [ঋষভ বর্জিত]
অংশস্বর: গান্ধার
ন্যাস স্বরর: মধ্যম

গান্ধারী বিভাষারাগ
খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল এই রাগকে
মালবপঞ্চম
গ্রামরাগের
অন্তর্গত
বিভাষা রাগ হিসেবে উল্লেখ করেছিলেন।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ২৪৫] শার্দুলের
উদ্ধৃতিতে এই রাগের যে পরিচয় পাওয়া যায়, তা হলো-
গ্রামরাগ : মালবপঞ্চম
রাগ প্রকৃতি: বিভাষারাগ
জাতি: সম্পূর্ণ- সম্পূর্ণ
অংশস্বর: গান্ধার
ন্যাসস্বর: পঞ্চম
রস: করুণ
বৃহদ্দেশীতে এই বিভাষা রাগের যে আলাপ দেওয়া হয়েছে, তা হলো-
গ্রাম: ষড়্জ গ্রাম
গ্রামরাগ: ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: ঔড়ব -ঔড়ব [পঞ্চম ও ঋষভ বর্জিত। পঞ্চম যুক্ত হলে- ঔড়ব -ঔড়ব রাগটি]
অংশস্বর: ধৈবত
ন্যাস স্বর: ধৈবত
বৃহদ্দেশী থেকে থেকে এর আক্ষিপ্তিকা দেওয়া হলো-ো-

গান্ধারপঞ্চম -এর অন্তর্গত গান্ধারীর ভাষারাগ পরিচিতি
এই রাগে ষড়্জ ও গান্ধারের প্রাধান্য থাকে।
গ্রাম: ষড়্জ গ্রাম
গ্রামরাগ: গান্ধারপঞ্চম
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: সম্পূর্ণ- সম্পূর্ণ
অংশস্বর: ধৈবত
ন্যাস স্বর: ধৈবত
সৌবীর
-এর অন্তর্গত গান্ধারীর ভাষারাগ পরিচিতি
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ১৯২-১৯৩] যাষ্টিকের উদ্ধৃতিতে
সৌবীর
গ্রামরাগের
ভাষারাগ হিসেবে উল্লেখ আছে।
এই গ্রন্থে [পৃষ্ঠা: ২৩২] গান্ধারীর রাগ পরিচিতি হিসেবে উল্লেখ আছে- এটি সম্পূর্ণ
জাতীয় রাগ এবং করুণ রসে প্রযোজ্য।
গ্রাম: ষড়্জ গ্রাম
গ্রামরাগ: সৌবীর
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: সম্পূর্ণ
অংশস্বর: নিষাদ
ন্যাস স্বর: ষড়্জ
বৃহদ্দেশী থেকে থেকে এর আক্ষিপ্তিকা দেওয়া হলো-
মোগল যুগের গান্ধারী
আরোহণ : স র ম প দ ণ র্স।
অবরোহণ: র্স দ প, ণ দ প, দ ম প, জ্ঞ ঋ স।
ঠাট: আশাবরী
জাতি : ষাড়ব (গান্ধার বর্জিত)-সম্পূর্ণ (বক্র)।
বাদীস্বর: কোমল ধৈবত।
সমবাদী স্বর: কোমল গান্ধার।
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়: দিনের দ্বিতীয় প্রহর।