গ্রাম: মধ্যমগ্রামএর ব্যবহার ছিল ধ্রুবাগানে। নাটকের চতুর্থ প্রেক্ষণে এর প্রয়োগ ছিল। তাল হিসেবে ব্যবহৃত হত চচ্চৎপুট।
জাতি-প্রকৃতি: বিকৃত (ষড়্জগ্রামের আর্যভী এবং মধ্যম গ্রামের গান্ধারী -এর সংমিশ্রণে সৃষ্ট)
স্বরজাতি: ষট্স্বরাঅংশস্বর: ঋষভ , গান্ধার, পঞ্চম এবং নিষাদ
গ্রহস্বর: ঋষভ, গান্ধার, পঞ্চম এবং নিষাদ
ন্যাস স্বর: গান্ধার
অপন্যাস: ঋষভ , গান্ধার, পঞ্চম এবং নিষাদ
রস: অংশস্বর হিসেবে ষড়্জ ও ঋষভ ব্যবহৃত হলে- বীর, রৌদ্র ও অদ্ভুত রস হয়।