গ্রাম: ষড়্জগ্রামসঙ্গীতরত্নাকরে এই রাগের যে প্রস্তার দেওয়া হয়েছে, তা নিচে দেওয়া হলো-
জাতি প্রকৃতি: শুদ্ধ
স্বরজাতি:
- সম্পূর্ণ: ষড়্জ, গান্ধার এবং পঞ্চমের অল্পত্ব হবে।
- ষাড়ব: নিষাদ বর্জিত হবে
- ঔড়ব: নিষাদ ও পঞ্চম বর্জিত হবে। এছাড়া গান্ধার ও মধ্যম অল্পত্ব হবে।
অংশস্বর: ঋষভ, ধৈবত এবং নিষাদ। সম্পূর্ণ-তে ষড়্জ অংশ স্বর হয়।
গ্রহস্বর: ঋষভ, ধৈবত এবং নিষাদ
ন্যাস স্বর: ঋষভ
অপন্যাস: ঋষভ
অল্পত্ব: পঞ্চম
স্বরসঙ্গতি: স্বরসঙ্গতি ঘটে- ষড়্জ, ধৈবত ও পঞ্চমের মধ্যে। এছাড়া গান্ধার ও ঋষভের স্বরসঙ্গতিও ঘটে।
রস: বীর, রৌদ্র ও অদ্ভুত