চচ্চৎপুট
ভিন্ন নাম: চঞ্চৎপুট

প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে তাল বিশেষ। ভরতের নাট্যশাস্ত্র মতে- তালের উৎস দুই প্রকার। প্রকার দুটি হলো- চতরশ্র ও ত্র্যশ্র। এরই অপর নাম চঞ্চৎপুট ও চাপুট। উল্লেখ্য বৃহদ্দেশী, সঙ্গীতরত্নাকর ইত্যাদি গ্রন্থে চঞ্চৎপুটকে চচ্চৎপুট নামে অভিহিত করা হয়েছে। নাট্যশাস্ত্র মতে- এই তাল ব্যবহৃত হতো নাটকের পূর্বরঙ্গে নৃত্য ও গীতের সাথে।

এই তালের প্রথম দুটি দীর্ঘ মাত্রা, পরের ভাগে হ্রস্ব অর্থাৎ ১ মাত্রা হবে। শেষে ব্যবহৃত হবে দীর্ঘ মাত্রা। সব মিলিয়ে এর মান হবে- গুরু-গুরু-লঘু-গুরু। সঙ্গীতরত্নাকরের মতে এর শেষাংশ গুরু হলেও- এর ব্যবহার হতো প্লুত বা তিন মাত্রার মতো।
 

তথ্যসূত্র: