চচ্চৎপুট
ভিন্ন নাম: চঞ্চৎপুট<
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে তাল বিশেষ খ্রিষ্টীয়
দ্বিতীয় শতাব্দীতে রচিত ভরতের নাট্যশাস্ত্রে একে
চঞ্চৎপুট নামে অভিহিত করা হয়েছে। খ্রিষ্টীয় ষষ্ঠ
শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে এই তালের নাম হিসেবে পাওয়া যায়- চচ্চৎপুট। পরে
এই নামটিই প্রতিষ্ঠা লাভ করেছিল।
নাট্যশাস্ত্রে তালের দুটি উৎসের
কথা বলা হয়েছে। এই উৎস দুটি হলো- চতরশ্র ও
ত্র্যশ্র। এর ভিতরে চঞ্চৎপুট হবে চতরশ্র। প্রাচীন সঙ্গীত
পদ্ধতিতে ৫টি লঘু অক্ষর উচ্চারণের (কচটতপ) সময়কে ধরা হতো এক লঘু মাত্রা।
মাত্রা ও অক্ষরের পরিমাপ হলো-
১ লঘু মাত্রা= ৪
অক্ষর। সঙ্কেত= I
১ গুরু মাত্রা= ৮ অক্ষর=S
১ প্লুত মাত্রা=১২ মাত্রা। সঙ্কেত
=
S'
চচৎপুট তালের প্রথম দুটি দীর্ঘ মাত্রা, পরের ভাগে হ্রস্ব অর্থাৎ ১ মাত্রা হবে। শেষে
ব্যবহৃত হবে দীর্ঘ মাত্রা। সব মিলিয়ে এর মান হবে- গুরু-গুরু-লঘু-গুরু। সঙ্গীতরত্নাকরের মতে এর শেষাংশ গুরু হলেও- এর ব্যবহার হতো প্লুত বা তিন মাত্রার মতো।
এর সংকেত দাঁড়ায় গ গ ল প এই বিচারে চচ্চৎপুট
তালের তালাঙ্ক হয়, গ গ ল প =S
S I
।
অক্ষরের বিচারে হয় ৮।৮।২।১২
মূল তালটি ছিল যথাক্ষর। এর অপর দুটি প্রকরণ ছিল দ্বিকল এবং
চতুষ্কল।
চচ্চৎপুট তালের দ্বিকল ছিল- যথাক্ষরের দ্বিগুণ। দ্বিকলে এই তালের দ্বিগুণ হতো-
গগ
গগ লল পপ
=SS
SS II
S'S'
=
SS
SS S
SS
এখানে শেষ অক্ষরটি গুরু হলেও প্লুত হিসেবে বিবেচিত হলে-
বিবেচিত হতো।
কিন্তু দ্বিকলে একে গুরু হিসেবে মান্য করে দুটি S'S'
হতো দুটি গুরু
মাত্রা ফলে
শেষ দুটি সঙ্কেত হতো SS
হিসেবে
চচ্চৎপুট তালের যথাক্ষরের ৪গুণ। যথাক্রের চারিগুণ হতো-
SSSS
SSSS IIII
S'S'
=SSSS
SSSS SS
(S=I)
S'S'S'S'
(S'=SI)
=SSSS
SSSS SSSS SSSS
তথ্যসূত্র:
- নাট্যশাস্ত্র। চতুর্থ খণ্ড, একত্রিংশ অধ্যায় (তালব্যাঞ্জক)।
পৃষ্ঠা: ৪৮
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২। অধ্যায়: রাগ।
- সঙ্গীত মকরন্ন্দঃ। সম্পাদনা ও ভাষান্তর- ডঃ প্রদীপকুমার
ঘোষ। রিসার্চ ইনস্টিটিউট অব ইন্ডিয়ান মিউকোলোজি। কলকাতা।
- সঙ্গীতরত্নাকর। তালাধ্যায়। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।