গান্ধার
বানান বিশ্লেষণ: গ্+আ+ন্+ধ্+আ+র্
উচ্চারণ: gan.d̪ʰar [গান্.ধার্]
শব্দ-উৎস: সংস্কৃত গান্ধার > বাংলা গান্ধার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গন্ধ+ (মূর্ধাজাত ধ্বনি) + অ (অণ্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {গ্রাম। সাঙ্গীতিক স্কেলসঙ্গীতোপযোগী ধ্বনিযৌগিকধ্বনিশ্রাব্য-ধ্বনি | শব্দ | শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণসত্তাগুণ বিমূর্তন| বিমূর্ত-সত| সত্তা|}
অর্থ: ভারতীয় সঙ্গীত শাস্ত্রেবর্ণিত তিনটি গ্রামের একটি। অপর দুটি হলো ষড়্‌জ গ্রাম ও মধ্যম গ্রাম। খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে রচিত নারদীয় শিক্ষা গ্রন্থে গান্ধার গ্রামের নাম পাওয়া যায়। তবে এই সময় এই গ্রামটি অপ্রচলিত হয়ে পড়েছিল।

২. ঊর্ধ্বক্রমবাচকতা {স্বর । সাঙ্গীতিক স্কেলসঙ্গীতোপযোগী ধ্বনিযৌগিকধ্বনিশ্রাব্য-ধ্বনি | শব্দ | শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণসত্তাগুণ বিমূর্তন| বিমূর্ত-সত| সত্তা|}

অর্থ:
ভারতীয় সঙ্গীত শাস্ত্রের তৃতীয় স্বর। এর ব্যবহারিক উচ্চারণ গা। 
[দেখুন: গান্ধার [সঙ্গীতকোষ]
সমার্থক শব্দাবলি: গান্ধার, গা

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা | { এশিয়ান দেশ । দেশ প্রশাসনিক অঞ্চল | আঞ্চলিক স্বশাসিত এলাকা | অঞ্চল| অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: আফগানিস্তান ও পাকিস্তানের কাবুল ও সোয়াত নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ইন্দো-আর্য রাজ্য।  প্রাচীন ভারতের ১৬টি মহাজনপদের মধ্যে গান্ধার ছিল একটি।


সূত্র :