গন্ধ
বানান বিশ্লেষণ: গ্+অ+ন্+ধ্+অ
উচ্চারণ: gɔn.d̪ʰo [গন্.ধো]
শব্দ-উৎস: সংস্কৃত গন্ধ > বাংলা গন্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
গন্ধ্ (হসিত করা, বিস্তার করা) + অ (অচ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ঘ্রাণগত লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:
ইন্দ্রিয়গ্রাহ্য ঘ্রাণ নামক অনুভূতি, যা চিত্তকে প্রফুল্ল (হসিত) করে।  ঘ্রাণেন্দ্রিয়গ্রাহ্য গুণবিশেষ
সমার্থক শব্দাবলি: গন্ধ, সৌরভ

সূত্র :