গন্ধ
বানান বিশ্লেষণ: গ্+অ+ন্+ধ্+অ
উচ্চারণ:
gɔn.d̪ʰo
[গন্.ধো]
শব্দ-উৎস:
সংস্কৃত গন্ধ >
বাংলা গন্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
গন্ধ্ (হসিত করা, বিস্তার করা) +
অ (অচ্)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ঘ্রাণগত লক্ষণগুণ |
সত্তাগুণ
| বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
ইন্দ্রিয়গ্রাহ্য ঘ্রাণ নামক অনুভূতি, যা চিত্তকে প্রফুল্ল (হসিত)
করে। ঘ্রাণেন্দ্রিয়গ্রাহ্য গুণবিশেষ
সমার্থক শব্দাবলি: গন্ধ, সৌরভ
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।
wordnet 2.1