প্রশাসনিক অঞ্চল
প্রশাসনিক বা অন্য কোনো উদ্দেশ্যে বিশেষভাবে চিহ্নিত স্বশাসিত কোনো এলাকা।
ঊর্ধ্বক্রমবাচকতা | { প্রশাসনিক অঞ্চল | আঞ্চলিক স্বশাসিত এলাকা | অঞ্চল| অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

ইংরেজি:
administrative district, administrative division, territorial division
ব্যাখ্যা: কোনো বিশেষ অঞ্চলের উপর যখন কোনো জনগোষ্ঠী নিজস্ব প্রশাসনিক অধিকার প্রতিষ্ঠা করে, তখন ওই এলাকার জনগোষ্ঠীর কাছে ওই এলাকাটি একটি আঞ্চলিক স্বশাসিত এলাকায় পরিণত হয়। আঞ্চলিক স্বশাসিত এলাকা নামে মাত্র থাকতে পারে। একে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার জন্য জনগোষ্ঠীর প্রধানের নেতৃত্বে প্রশাসনিক বিধি প্রণীত হয়। এরপর এই বিধি অনুসারে প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালিত হলে, সৃষ্টি হয় প্রশাসনিক অঞ্চল। প্রশাসনিক অঞ্চলে নানা ধরনের হতে পারে। যেমন-