গ্রাম: মধ্যমগ্রাম
স্বরজাতি: ষট্স্বরা
- সম্পূর্ণ: সকল স্বর ব্যবহৃত হবে। ঋষভ ও ধৈবতের অল্পত্ব হবে।
- ষাড়ব: ঋষভ বর্জিত হবে। নিষাদ, ধৈবত ও পঞ্চমের অল্প প্রয়োগ হয়
- ঔড়ব: হয় না
অংশস্বর: ষড়্জ এবং মধ্যম
গ্রহস্বর: ষড়্জ এবং মধ্যম
ন্যাস স্বর: মধ্যম
অপন্যাস: ষড়্জ এবং ধৈবত
রস: অংশস্বর হিসেবে ষড়্জ ও ঋষভ ব্যবহৃত হলে- বীর, রৌদ্র ও অদ্ভুত রস হয়।
এর ব্যবহার ছিল
ধ্রুবাগানে। নাটকের চতুর্থ
প্রেক্ষণে এর প্রয়োগ ছিল। তাল হিসেবে ব্যবহৃত হত
চচ্চৎপুট।
নিচে শারঙ্গদেবের রচিত সঙ্গীতরত্নাকর
থেক এর প্রস্তার দেওয়া হলো