ভিন্ন ষড়্‌জ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের ঋষভ এবং পঞ্চম বর্জিত। কেউ কেউ এই রাগের বাদী স্বর ধৈবত বলে দাবি করেন। এই মতে সমবাদী স্বর গান্ধার হয়। অবশ্য ধৈবতকে যাঁরা বাদী স্বর  হিসেবে মান্য করেন, তাঁরা এই রাগটি দিনের প্রথম প্রহরে গেয়ে থাকেন। এক সময় বাংলা দেশে এই রাগটিকে কেউ কেউ হিন্দোলী নামে অভিহিত করতেন।

   
আরোহণ:  স  গ মধ ন র্স
   
অবরোহণ : র্স নধ  মগ, স
   
ঠাট : বিলাবল
    জাতি : ঔড়ব-ঔড়ব।
   
বাদীস্বর : মধ্যম (মতান্তরে ধৈবত)
   
সমবাদী স্বর : ষড়্‌জ (গান্ধার)
   
অঙ্গ :  পূর্বাঙ্গ।
   
সময় : রাত প্রথম প্রহর।
    পকড় : র্স, নধ, মধনর্স, নধ মগ, মগ স।


তথ্যসূত্র:
গীতবল্লরী পঞ্চম ভাগ। শ্রীপ্রশান্ত দাশগুপ্ত।  ১৪ এপ্রিল, ১৯৭৩।