এই গ্রন্থের শার্দুলের নির্দেশিত আক্ষিপ্তিকা নিচে তুলে ধরা হলো। [পৃষ্ঠা: ২৪০]ভাষারাগ : টক্ক
গীতরীতি: দেশাখ্য (আঞ্চলিক সুর থেকে উদ্ভূত রাগ)
রাগ প্রকৃতি: বিভাষা ।
আরোহণ : স, র, গ, ম, ধ, ন, র্সা
আরোহণ: র্সা, ন , ধ, ম, গ, র, স
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
বৃহদ্দেশীতে বর্ণিত মালবকৈশিক
গ্রাম রাগের পৌরালী
ভাষারাগ
বৃহদ্দেশীতে বর্ণিত ভিন্নষড়্জ
গ্রাম রাগের পৌরালী
বিভাষা রাগ
গ্রাম:
মধ্যমগ্রাম
পৌরালী রাগের আক্ষিপ্তিকা
গ্রামরাগ:
মালবকৈশিক
রাগ প্রকৃতি:
ভাষা (গীত)
। শার্দুল মতে- টক্ক ভাষারাগের
বিভাষা রাগ
আরোহণ
: স, র, গ, ম, ধ, কাকলী নিষাদ, র্সা
আরোহণ: র্সা,
কাকলী নিষাদ, ধ, ম, গ, র, স
জাতি:
সম্পূর্ণ-সম্পূর্ণ [কাকলী নিষাদ ব্যবহৃত হয়]
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
বৃহদ্দেশী গ্রন্থে যাষ্টিকের মতানুসারে এই রাগটিকে ভিন্নষড়জের অন্তর্গত বিভাষা রাগ
হিসেবে উল্লেখ করা হয়েছে। [পৃষ্ঠা: ২২৭]
এই মতে এই রাগের যে বিবরণ পাওয়া যায়, তা হলো- এই রাগে ঋষভের প্রয়োগ দুর্বল। তারপরেও
মধ্যম, ঋষভ এবং পঞ্চম- এই তিন স্বরের মধ্যে প্রায়ই স্বরসংযোগ হয়। একে নাগলোকের
প্রিয় রাগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ষাষ্টিকের এই বর্ণনার সাথে রাগের অন্যান্য
পরিচয় দেওয়া হয় নি। তবে এই রাগের স্বরবিস্তার দেওয়া আছে। নিচে বৃহদ্দেশী থেকে
স্বরব-বিস্তারটি তুলে ধরা হলো।
তথ্যসূত্র: