বিশুদ্ধা
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি রাগ বিশেষ।
এর অপর নাম শুদ্ধা।
খ্রিষ্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীর
সঙ্গীতজ্ঞ যাষ্টিকের
মতে এই রাগটি ছিল
ভিন্নষড়্জ
গ্রামরাগের
ভাষা রাগ।
এতে ষড়্জ ও গান্ধারের স্বরসঙ্গতি হয়। এই রাগের পঞ্চম ও ঋষভ বর্জিত হলে- এটি
ঔড়ব-ঔড়ব বলে স্বীকৃত হয় না। কিন্তু সেকালে কখনো কখনো পঞ্চম ব্যবহৃত হতো। তখন এই
রাগটি ষাড়ব-ষাড়ব জাতিতে পরিণত হতো।
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি:
ঔড়ব -ঔড়ব [পঞ্চম ও ঋষভ বর্জিত।
পঞ্চম যুক্ত হলে- ঔড়ব -ঔড়ব রাগটি]
অংশস্বর:
ধৈবত
ন্যাস স্বর:
ধৈবত

তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২।