গ্রাম: মধ্যম
গ্রামরাগ: মালবকৈশিক
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
পঞ্চম
গ্রামরাগের অন্তরগত মাঙ্গলী ভাষারাগের বিবরণ
বৃহদেশীতে [ পৃষ্ঠা: ২১৯] এই রাগটিকে বলা হয়েছে-
পঞ্চম
গ্রামরাগের ভাষারাগ হিসেবে বর্ণনায়- এই রাগটিকে বিদেশজাত
বলা হয়েছে। তবে কোন দেশের রাগ তা উল্লেখ করা হয় নি। অনেকে
মনে করেন, এটি ছিল- মোঙ্গলদের রাগ।
এই রাগে ষড়্জ, ধৈবত এবং ধৈবত, ঋষভ স্বদ্বয়ে সম্বাদ হয়। এই রাগে নিষাদের বহুল প্রয়োগ ছিল। এই রাগে স্বরসঙ্গতি ঘটে ষড়্জ
ও ধৈবতের মধ্যে। বৃহদ্দেশী থেকে এই রাগের উদাহরণ দেওয়া হলো।
গ্রামরাগ:
মধ্যম
গ্রামরাগ:
পঞ্চম
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ
অংশস্বর:
ধৈবত
ন্যাস স্বর:
পঞ্চম