সঙ্গীতরত্নকরের মতে- সৈন্ধবী
চার প্রকার। এগুলো হলো- টক্কভাষা জাত, পঞ্চম ভাষাজাত. মালকৈশিক-জাত এবং
ভিন্নষড়্জ-জাত। নিচে এই সৈন্ধবীগুলো
সম্পর্কে আলোকপাত করা হলো।
টক্ক-জাত সৈন্ধবী রাগের পরিচিতি
গ্রাম: ষড়্জ গ্রামটক্ক-জাত সৈন্ধবী রাগের আক্ষিপ্তিকা। বৃহদ্দেশী
গ্রামরাগ: টক্ক
রাগ প্রকৃতি: ভাষা (গীত)
আরোহণ : স, র, অন্তর গান্ধার, ম, প, ধ, কাকলী নিষাদ, র্সা
আরোহণ: র্সা, কাকলী নিষাদ, ধ, প, ম, অন্তর গান্ধার, র, স
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
পঞ্চম-জাত সৈন্ধবী রাগের পরিচিতি:
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতির খরহরপ্রিয়া মেলের অন্তর্গত রাগ বিশেষ।
আরোহণ : ণ্ ধ্ ণ্ স স র জ্ঞ ম
অবরোহণ: প ম জ্ঞ র স ণ্ ধ্ ণ্ স
জাতি: ষাড়ব-সম্পূর্ণ। (আরোহণে পঞ্চম বর্জিত)