পুলিন্দী
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি  অন্তরভাষা রাগ বিশেষ।  পুলিন্দক নামক পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের জাতিগত নাম ছিল পুলিন্দক। এই সুরে সৃষ্ট অন্তরভাষাটির নামকরণ করা হয়েছিল- পুলিন্দী

খ্রিষ্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীর সঙ্গীতজ্ঞ যাষ্টিকের মতে এই রাগটি ছিল ভিন্নষড়্‌জ গ্রামরাগের  অন্তরভাষা রাগটি খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ৩৩০]  এই রাগের যে পরিচয় দেওয়া হয়েছে, তাহলো-  এই রাগে ষড়্‌জ-ধৈবত স্বরসঙ্গতি হয়।
গ্রাম: ষড়্‌জ গ্রাম
গ্রামরাগ: ভিন্নষড়্‌জ
রাগ প্রকৃতি:  অন্তরভাষা রাগ
জাতি: ঔড়ব-ঔড়ব (গান্ধার ও পঞ্চম বর্জিত)
অংশস্বর: ষড়্‌জ
ন্যাস স্বর: ধৈবত

তথ্যসূত্র: